মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:৩৫:৫০

প্রেমের ‘ছ্যাকা’য় ৫টি শিক্ষা পায় তরুণীরা

প্রেমের ‘ছ্যাকা’য় ৫টি শিক্ষা পায় তরুণীরা

এক্সক্লুসিভ ডেস্ক : প্রথম ভালো লাগা, প্রেম সেকি ভোলা যায়! জীবনের স্মরণীয় মুহুর্তগোলো কখনই ভোলা যায় না। আসলে এই প্রথম প্রেমই আহামরি, সবচেয়ে গুরুত্বহীন। কেননা ছেলে হোক আর মেয়ে হোক- একটা বয়সে সবাই প্রেমে পড়তে উদগ্রীব থাকে, আর তখনই হুটহাট প্রেমটা ‘হয়ে যায়’। প্রথম প্রেম সফল হওয়া ব্যক্তিদের সংখ্যা সারা দুনিয়ায় খুবই কম। তবে প্রথম প্রেম থেকে শিক্ষা নেয়া মানুষের সংখ্যাই অনেক বেশি। যারা বিভিন্ন ধরণের বাস্তব শিক্ষা পেয়ে থাকেন। সবার জীনবেই সাধারতন সে অভিজ্ঞতা হয়ে থাকে এবার তেমনি ৫টি শিক্ষার কথা বলছি-


১. আসলে কেমন প্রেমিক চান: প্রথম প্রেমটা মানুষের ভুলই হয়ে থাকে। আর এই ভুলটা করেই মেয়েরা বুঝতে পারে যে আসলে কেমন স্বামী বা প্রেমিক চাই তাঁর।


২. দেখতে সুন্দর হলেই ‘ভালো’ মানুষ হয় না: প্রথম প্রেমে মানুষের চেহারা বা বাহ্যিক সৌন্দর্যটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। একটি ছেলে কেবল দেখতে সুন্দর, পেশীবহুল বা ওয়েল ড্রেসড- এটুকুর মানেই যে সে ভালো ও যোগ্য মানুষ, এই ধারণাটা মেয়েদের প্রথম প্রেমের পরেই ভাঙে।


৩. পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য তাঁর ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা: একজন বুদ্ধিমান মানুষ মাত্রই তাঁর নিজস্ব একটি ব্যক্তিত্ব থাকবে। আর ব্যক্তিত্ববান ও রুচিশীল পুরুষ হচ্ছেন আদর্শ প্রেমিক ও স্বামী।


৪. অশিক্ষিত পুরুষদের থেকে দূরে থাকাই শ্রেয়: যে পুরুষ বই পড়ে না বা যাঁর পড়াশোনা নিয়ে আগ্রহ নেই- এমন পুরুষ যে প্রেমিক বা স্বামী হিসাবে মোটেও সুখকর নন৷ সেটা বুদ্ধিমতী মেয়েরা প্রথম প্রেমের পরেই বুঝে নেয়।


৫. বিয়ে তাঁকেই করতে হবে, যিনি আজীবনের সঙ্গিনী চান: বিয়ে কোনও ছেলেখেলা নয়। প্রেম-প্রেম খেলে বেরানো ছেলেরা মূলত চরিত্রহীন হয়। যিনি আসলেই বিয়ে করে সংসার পাততে চান, এমন মানসিকতার পুরুষের সঙ্গেই প্রেম করা উচিত।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে