সোমবার, ০৪ জুলাই, ২০২২, ১০:১৭:১৪

যে ধরণের মেয়েদের প্রেমিকা হিসেবে পেতে চায় ছেলেরা!

যে ধরণের মেয়েদের প্রেমিকা হিসেবে পেতে চায় ছেলেরা!

এক্সক্লুসিভ ডেস্ক : ঠিক কেমন মেয়েদের পছন্দ করেন একজন ছেলে? মেয়েদের মধ্যে কোন গুণ দেখলেই তাঁকে সরাসরি জীবনসঙ্গী বা প্রেমিকা বানানোর কথা প্রত্যেক পুরুষই চিন্তা করেন? তা কি আপনি জানেন, নাহলে জেনে নিন এখনই।

মহিলাদের মতো পুরুষরাও কিন্তু মনের মানুষ বেছে নেওয়ার সময়ে যথেষ্ট খুঁতখুঁতে হন। যখনই তাঁরা কোনও মানুষকে জীবনসঙ্গী বা প্রেমিকা বানানোর কথা ভাবেন, তখন অনেক বেশি সতর্ক হয়ে পড়েন। কয়েকটি বিষয় সেই মহিলার মধ্যে খোঁজার চেষ্টা করেন, যাঁকে তিনি প্রেমিকা বানানোর কথা ভাবছেন।

আপনার মধ্যেও যদি সেই বিষয়গুলি তিনি লক্ষ্য করেন, তবে আপনার প্রেমে পাগল হবেনই। পুরুষরা আসলে প্রেমিকার থেকে কী আশা করেন? কোন কোন গুণগুলো দেখলে সেই মেয়েকেই প্রেমিকা বানাতে চান তিনি? জেনে নিন আপনিও...

আপনার আত্মবিশ্বাস: আপনি আপনার কেরিয়ার ও লক্ষ্য নিয়ে কতটা আত্মবিশ্বাসী তা সবসময়ই একজন পুরুষকে আকর্ষণ করেন। আসলে আপনি যদি এইসব দিকে আত্মবিশ্বাসী হন, তাহলে সম্পর্কের ক্ষেত্রেও অনেক সময় আপনার আত্মবিশ্বাস কাজে আসবে। আপনি বিপরীতের মানুষের পাশে দাঁড়াতে পারবেন, এই কথা চিন্তা করেন পুরুষরা। তাই অবশ্যই এদিকটি খেয়াল রাখুন।

আপনি অন্য মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন? অন্যের প্রতি আপনার আচরণ সব সময়ই লক্ষ্য করেন পুরুষেরা। আপনি শুধু তাঁর সঙ্গে নয়, বরং আর চার-পাঁচজনের সঙ্গে কেমন আচরণ করছেন, তা অবশ্যই তাঁরা লক্ষ করেন। এছাড়াও পুরুষেরা সবসময়ই মহিলাদের অ্যাটেনশন পেতে ভালোবাসেন। তাই তাঁরা অনেক সময়ই প্রেমিকা বা স্ত্রীর থেকে আদর পেতে চান। জড়িয়ে ধরতে চান।

হঠাৎ চু'মু খেয়ে ভালোবাসা প্রকাশ করতে চান। এগুলো প্রেমিকা বা স্ত্রী কেমনভাবে নিচ্ছেন তা অবশ্যই একজন পুরুষকে ভাবায়। আপনিও যত্ন করে তাঁর মাথায় হাত বুলিয়ে দিন। তাঁকে জড়িয়ে ধরুন। দেখবেন তাঁরও ভালো লাগবে।

আপনি মানসিকভাবে শক্ত: পুরুষরা দুর্বল মনের মহিলাদের অতটাও পছন্দ করেন না। তিনি তো একজন সঙ্গী খুঁজছেন। যিনি কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়াতে পারবেন। তাই আপনি যদি মানসিক ভাবে শক্ত না হন, তাহলে তো আপনাকে তাঁর পছন্দ হবেই না, সেটাই স্বাভাবিক। তাই শক্ত মনের মানুষ চান পুরুষরা।

এদিকে আপনার মনটা যেন ভালোও হয়। অন্যের প্রতি ভালোবাসা থাকে। হিংসা কম থাকে। অন্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্নও নেন আপনি। সেদিকেও খেয়াল রাখেন তাঁরা। 

আপনি কি কারও প্রতি নির্ভরশীল? এখন বেশিরভাগ পুরুষই স্বাধীনচেতা মহিলাদের পছন্দ করেন বেশি। আপনি নিজের কাজ নিজে করে নিতে পারেন তো? এছাড়াও আপনি উপার্জন করেন কিনা, আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন চিন্তাভাবনা করেন, প্রত্যেক দিকেই খেয়াল রাখেন পুরুষরা। আপনি আপনার কেরিয়ার নিয়ে কতটা ফোকাসড তাও দেখতে চান। যদি দেখেন আপনি শুধুই অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চান, তাহলে আপনার ব্যাপারে তাঁর অন্যরকম ধারণা তৈরি হলেও হতে পারে।

আপনার বুদ্ধি-বিবেচনা: আপনি দেখতে যতই ‘সুন্দর’ হন না কেন, আপনি ‘বিউটি উইথ ব্রেইন’ কিনা তা লক্ষ্য করেন প্রত্যেক পুরুষই। আপনার বিচারবুদ্ধি কেমন, তা সব সময়ই দেখেন তিনি। 

পুরুষরা খেয়াল করেন, তাঁর পছন্দের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কিনা। তাঁর শিক্ষা কীরকম, সেদিকেও লক্ষ্য রাখেন। আপনার বুদ্ধির পরিচয় পেলে তিনি আপনাকেই জীবনসঙ্গী বা প্রেমিকা করার কথা ভাবেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে