মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২১:৩৬

ক্যামেরায় ধরা পড়লো প্লুটো, ইতিহাস গড়লো নাসা!

ক্যামেরায় ধরা পড়লো প্লুটো, ইতিহাস গড়লো নাসা!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের সন্ধানী দৃষ্টি এবার পৌঁছে গেল সৌরজগতের সীমানায়। মহাকাশ গবেষণার ইতিহাসে এক অসাধারণ নজির রাখল নাসার পাঠানো মহাকাশযান নিউ হরাইজনস। সৌরজগতের প্রান্তবাসী সদস্য প্লুটোর ৭ হাজার ৭৬৭ মাইলের মধ্যে পৌঁছে গিয়েছে এই মহাকাশযান। এই দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছিল দীর্ঘ ৯ বছর ধরে। আর তার পাঠানো ছবিতে ধরা পড়েছে প্লুটো গ্রহর অজানা রূপ। নিউ হরাইজনসের পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, যতটা আন্দাজ করা গিয়েছিল, প্লুটো তার থেকে আকারে কিছুটা বড়ই।

হরাইজনসের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অ্যালেন স্টার্ন বলেছেন, ‘‘আমরা বুঝেছি যে প্লুটো আমাদের আন্দাজের তুলনায় আকারে কিছুটা বড়। তার ব্যাসার্ধের প্রায় সঠিক পরিমাপ আমরা এবার পেয়েছি।

মঙ্গলবার মহাকাশযান যে ছবি পাঠিয়েছে তার থেকে বিজ্ঞানীদের অনুমান এই বামন গ্রহের ব্যাস ২,৩৭০ কিলোমিটারের কাছাকাছি।আগের অনুমানের তুলনায় তা ৮০ কিলোমিটার বেশি।

প্লুটোর আকার নিয়ে কয়েক দশক ধরে চলা বিতর্কের ইতি টানল নিউ হরাইজনস। তবে প্লুটোর তথ্যতল্লাশেই কিন্তু কাজ শেষ হচ্ছে না তার। প্লুটোর রহস্যময় উপগ্রহ চ্যারনের পৃষ্ঠও পরীক্ষা করেছে নিউ হরাইজনস। পাঠিয়েছে সেখানকার রাসায়নিক গঠন সংক্রান্ত অজস্র তথ্য, ছবি। আমাদের সৌরপরিবারের সদস্যদের নিয়ে অনুসন্ধান চলছে কয়েক দশক ধরে। কৌতূহলী মানুষের চোখ এবার পৌঁছে গেল সৌরগজতের শেষ প্রান্তে। এর পর কি সেই সীমানাও পেরিয়ে যাওয়া সম্ভব হবে। উত্তরের খোঁজে মহাশূন্যে চোখ রেখেছেন বিজ্ঞানীরা। সূত্র : এবিপি
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে