মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৮:১৭:৫৫

১৫ কেজি স্বর্ণ পরে গঙ্গার জলে গোল্ডেন বাবা!

১৫ কেজি স্বর্ণ পরে গঙ্গার জলে গোল্ডেন বাবা!

এক্সক্লুসিভ ডেস্ক : ১৫ কেজি স্বর্ণ পরে গঙ্গার জলে স্নান করলেন গোল্ডেন বাবা।  ঘটনাটি ভারতের হরিদ্বারে হিন্দু ধর্মীয় উৎসব ‘আরদ্ধ কুম্ভ’ মেলায়। নিজেদের মধ্যে শুদ্ধি আনতে গঙ্গার তীরবর্তী এ মেলায় অংশ নেন অসংখ্য সাধু ও বাবা।

সম্প্রতি ছিল এ মেলার স্নান পর্ব।  এর অংশ হিসেবে গঙ্গার জলে স্নান করতে উপস্থিত হন হিন্দু ধর্মপ্রাণ সাধু ও বাবারা।  এতে অসংখ্য সাধু ও বাবা উপস্থিত হলেও এ পর্বে সবার দৃষ্টি কাড়েন কেবল একজনই।  তার শরীরে ছিল ১৫  কেজি স্বর্ণ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‌‘আরদ্ধ কুম্ভ’ মেলার স্নান পর্বে উপস্থিত হয়েছিলেন এক বাবা।  এসময় তার শরীরে ছিল ১৫.৫ কেজি স্বর্ণ।  বাজারের যার আনুমানিক মূল্য ৩ কোটি রুপি।

বিশ্বাস করুন আর না-ই বা করুন- ঘটনা কিন্তু সত্যি।  এ পরিমাণ স্বর্ণ পরেই গঙ্গাই ডুব দিয়েছেন তিনি।  এরকম কর্মকাণ্ডের জন্য তাকে অনেকেই এরই মধ্যে গোল্ডেন বাবা বলে অভিহিত করেছেন।

এতে বলা হয়, কড়া নিরাপত্তা নিয়ে এ মেলায় আসেন গোল্ডেন বাবা।  তার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বেশকিছু প্রহরী।  তাদের কাছে তিনি গুরু হিসেবে পরিচিত।  নিরাপত্তা কর্মীদের কাছে তিনি স্বর্ণের মতোই মহামূল্যবান। এ কারণেই এ বাবার নাম গোল্ডেন বাবা।

প্রতিবেদনে বলা হয়, এ বাবার প্রকৃত নাম সুধির কুমার মক্কাদ।  বাবা হওয়ার পূর্বে তিনি একজন দিল্লির বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।  বাবা এখন শুধুই দাতব্য কাজ করে বেড়ান এবং সাদাসিধে জীবনযাপন করেন।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে