মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৬:১০

ফুটবল মাঠে সুইমিং পুল

ফুটবল মাঠে সুইমিং পুল

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফুটবল মাঠে সুইমিং পুল! রাশিয়ায় একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িকভাবে সাতারের ভেন্যুতে পরিণত করা হয়েছে। সবুজ মাঠের ওপর বসানো হয়েছে অলিম্পিকের সুইমিং পুলের সমান দুটো পুল।

স্টেডিয়ামটির নাম কাজান অ্যারেনা। ওই স্টেডিয়ামে সাধারণত রুশ প্রিমিয়ার লীগের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কিন্তু এই গ্রীষ্ম মওসুমে সেখানে দু’সপ্তাহের জন্যে ফুটবল ম্যাচ বন্ধ থাকবে। এসময় সেখানে বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

অস্থায়ী এই একজোড়া পুল বসানোর পাশাপাশি স্টেডিয়ামের ওপর একটি ছাঁদও বসানো হয়েছে। সেই সাথে বসানো সারিতে হয়েছে ১১ হাজার দর্শক বসতে পারবেন।

কাজানে আগে থেকেই একটি সুইমিং পুল থাকলেও এখন বেশি দর্শকের জন্যে জায়গা করার লক্ষ্যেই সেখানে নতুন দুটো পুল বসানো হলো।

কাজানের একজন কর্মকর্তা বলছেন, সুইমিং পুল বসানোর আগে তারা লন্ডনে ওয়েম্বলি ও এমিরেটস স্টেডিয়ামের সাথে যোগাযোগ করে এবিষয়ে পরামর্শ নিয়েছেন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে