মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:০৬

মিললো নতুন প্রজাতির ডায়নোসরের সন্ধান

মিললো নতুন প্রজাতির ডায়নোসরের সন্ধান

এক্সক্লুসিভ ডেস্ক: এক নতুন প্রজাতির ডায়নোসরের খোঁজ মিলল কানাডার আলবার্তায়। দুটি শিংযুক্ত ডায়সোরের জীবাশ্ম হাড়ের স্তুপ থেকে আবিষ্কার করেন রয়্যাল ওন্টারিও মিউজিয়ামের গবেষকদের দল। ২০ ফুট লম্বা ও ১ টনের থেকেও বেশি ওজনের এই ডায়নোসোর ওয়েন্ডিসেরোটপ পিনহরনেসিস নামে পরিচিত।

প্রায় ৭ কোটি ৯০ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে ট্রাইসেরাটপ পরিবারের এই সদস্য। বিশেষ ধরণের প্যাঁচালো শিংযুক্ত নাক এই ডায়নোসরের বৈশিষ্ট্য। এছাড়াও মাথায় রয়েছে একাধিক শিং। এই ডায়নোসরের জীবাশ্ম পৃথিবীতে বহুল প্রজাতির সেরোটোসিডের উপস্থিতির প্রমাণ দেয়। এই মুহূর্তে টরন্টোর রয়্যাল ওন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে ওয়েন্ডিসেরাটোপের কঙ্কাল।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে