এক্সক্লসিভ ডেস্ক: সমুদ্র, সাগর কিংবা মহাসাগর সব জায়গার পানি সাধারণত নীল হয়ে থাকে। কিন্তু পৃথিবীর একমাত্র আটলান্টিক মহাসাগরের পানি নীলের পরিবর্তে সবুজ। এর বৈজ্ঞানিক কারণ কি?
চলুন এর সঠিক উত্তরটা জেনে নেয়ার আগে অন্য মহাসাগরের পানি নীল হয় কেন এটা জেনে আসি। সমুদ্রের পানির রঙ প্রধানত নির্ভর করে পানির সমতলে ছড়িয়ে পড়া সূর্যের আলোর ওপর। সূর্যের আলো কাঁচের মতো স্বচ্ছ পানিতে প্রতিসরিত হয়ে সমুদ্রের তলদেশে ছড়িয়ে পড়ে। আর সাধারণত সূর্যের আলোর ৭ টি রঙের মধ্যে নীল রঙটি বেশি বিচ্ছুরিত হয়ে থাকে। আর সেকারণেই বেশীরভাগ সাগরের পানির রঙ নীল হয়।
অপরদিকে, আটলান্টিক মহাসাগরের পানি নীলের পরিবর্তে সবুজ রঙের হয়। এখানে প্রশ্ন জাগতেই পারে এর মূল কারণ কী? আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ বের হয় যা সমুদ্রের পানির সাথে মিশে যায় পুরোপুরি। এই হলুদ রঞ্জক মিশে গিয়ে পানির রঙ ভিন্ন রঙ ধারণ করে। অর্থাৎ তখন সেই পানিতে সূর্যের ৭ টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয়। ফলে আমরা আটলান্টিক মহাসাগরের পানির রঙ নীলের পরিবর্তে সবুজ দেখে থাকি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে