মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫১:৩৭

সম্পদ হারানো বা সর্বশান্ত হওয়ার ৬ কারণ

সম্পদ হারানো বা সর্বশান্ত হওয়ার ৬ কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : প্রবাদে আছে, অর্থই অনার্থের মূল। তবে বাস্তবে বেশিভাগ ক্ষেতে দেখা যায়, এই অর্থ না থাকলে জীবন মূল্যহীন হয়ে পড়ে। টাকা (অর্থ) বেশ মূল্যবান আমাদের সবার জীবনে। আবার টাকা আজ আছে তো কাল নাই। কেউ হঠাৎ দারিদ্র্যতা থেকে সম্পদশালী কেউবা আবার ধনী থেকে কিছু ভুলের কারণে মূহূর্তে পথের ফকির। তবে কিছু কিছু ভূলের কারণে অর্থকে খোয়ায় অনেকে। তেমনি কিছু অর্থ হারিয়ে পথের ফকির হওয়া কারণ দর্শানো হলো।

১) টাকা এক জায়গায় জমানোর কারণে ও পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও বিয়ে করে বসলে এবং বিয়েতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা খরচ করলে।

২) প্রথম পিতামাতা হবার পর মাত্রা অতিরিক্ত খরচের ফলে।

৩) আপনার অবসরের পর অবসর প্রাপ্ত ভাতা আপনার ছেলে মেয়েদের পড়াশুনার কাজে লাগিয়ে ফেলা ও লাভের আশায় ভূল যায়গায় টাকা ঢাললে।

৪) বিমা করতে অনাগ্রহী হলে। দীর্ঘমেয়াদী অক্ষমতা বিমা না থাকলে।

৫) উচ্চ শিক্ষা করতে গিয়ে ভুল বিষয় নির্বাচন করলে। যে বিষয়টি আপনার জন্য প্রযোজ্য নয়।

৬) ভবিষ্যতের কথা চিন্তা না করে অর্থ না জমিয়ে অতিরিক্ত খরচ ও মিতব্যয়ী হলে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে