এক্সক্লুসিভ ডেস্ক : ফটোগ্রাফি ম্যানিয়াকদের জন্য সুখবর! শুরু হয়ে গিয়েছে বিশ্বের সব থেকে বড় ক্যামেরা তৈরির কাজ৷ এই কাজে নেমেছেন মেনলো পার্কের গবেষকরা৷
জানা গিয়েছে এই ক্যামেরা তৈরির কাজ বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে৷ বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন, “লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ” বা ‘LSST’। জানা গিয়েছে, ক্যামেরাটির আয়তন এমন যে সেটিকে একটি ছোট গাড়ির সঙ্গে তুলনা করা যেতে পারে৷
ক্যামেরাটির লেন্স ৩.২ গিগাপিক্সেল৷ শুধু বিশ্বের মধ্যে সব থেকে বড়োই নয় এই ক্যামেরা, সঙ্গে সর্বাধিক শক্তিশালীও বটে৷ তবে ক্যামেরাটির কাজ এখনও যা বাকি রয়েছে তাতে বৈজ্ঞানিকদের অনুমান ২০২২ সালে লঞ্চ করবে ক্যামেরাটি৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জিস্ SLAC ন্যাশনাল অ্যাক্সিলেরেটার ল্যাবরেটরিতে ক্যামেরাটি লঞ্চ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে মহাকাশেরও সুস্পষ্ট ছবি তোলার ক্ষমতা থাকবে এই ক্যামেরায়৷
মূলত সেই কাজের জন্যই তৈরি করা হচ্ছে ক্যামেরাটিকে৷ ফটোগুলো থেকে বিশ্বব্রহ্মাণ্ডের বহু অজানা রহস্যের কিনারা পাওয়া যাবে বলেও বিশ্বাস জ্যোতির্বিজ্ঞানীদের।
হাবল্ স্পেস টেলিস্কোপের মতোই কাজ করবে LSST। তবে পার্থক্য রয়েছে হাবল্ স্পেস টেলিস্কোপের সঙ্গে৷ হাবলের মতো মহাকাশে ভেসে বেড়াবে না এই ক্যামেরা৷ মাটিতেই LSST কে বসানো থাকবে৷ LSST কে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে দক্ষিণ অ্যাফ্রিকার দেশ চিলিতে৷ এক জায়গায় LSST কে বসিয়েই, লেন্স জুম ইন অ্যান্ড জুম আউট করে মহাকাশের স্পষ্ট ছবি তুলে নেওয়া যাবে।
ক্যামেরাটি তৈরি করতে গিয়ে প্রথমে বেশ আর্থিক বাধা পেরোতে হয়েছে বৈজ্ঞানিকদের৷ তবে এবছরের জানুয়ারিতে ক্যামেরা তৈরির ফান্ড জোগাড় করেছে SLAC ।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে