এক্সক্লুসিভ ডেস্ক : অন্তত ১০০ গ্যাসের বেলুনে বিশেষ চেয়ার বেঁধেছিলেন কানাডার এক যুবক। ড্যানিয়েল বোরিয়া নামে যুবকটি মহাশূন্যে নিজেকে উড়িয়ে পাড়ি দেয়ার জন্য প্রস্তুতি নেন।
যেই কথা সেই কাজ। মহাশূন্যে নিজেকে উড়িয়ে পাড়ি দিলেন ক্যালগেরি শহর। তার এমন কাণ্ড দেখে সবাই হাতে তালিও দিয়েছেন কিন্তু বাধ সাদে দেশটির পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ করার জন্য বোরিয়াকে আটক করেছে পুলিশ।
বিবিসি, ডেইলি মেইল, টেলিগ্রাফসহ সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, ড্যানিয়েল বেশ কিছুক্ষণ আকাশে উড়ার পর শহরের বাইরে একটি মাঠে প্যারাস্যুট থেকে নেমে পড়েন। এতে তার হাঁটুতে চোট লাগে। তাকে চিকিৎসার পর আটক করা হয়।
ড্যানিয়েল জানিয়েছেন, তার ক্লিনিং প্রোডাক্ট কোম্পানির প্রমোশনের (প্রচার) জন্য ক্যালগারি স্ট্যাম্পেডে প্যারাস্যুটে করে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু বেলুনগুলো তাকে বেশি উপরে নিয়ে গিয়েছিল। তার চেয়ারটি এক সময় উল্টে গিয়েছিল। ভাগ্য ভালো বলে, তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
তিনি বলেন, আমি কতটা উপরে উঠেছিলাম তা নিশ্চিত করে বলতে পারবো না। তবে সেখানে বাতাস খুব ভারী ছিল; যা আমাকে নিচের দিকে ধাক্কা দিতে বাধ্য করেছিল। আমি মাঠের প্রায় এক মাইল দূরে চেয়ার থেকে ছিটকে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল, কোনো ৭৪৭ ফ্লাইট বিমান থেকে ছিটকে পড়ছি। এটা আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা।
পুলিশ প্রধান কাইল গ্র্যান্ড জানান, এ চেয়ারের গন্তব্যের কোনো ঠিক ঠিকানা ছিল না। এটা জীবনের জন্য ছিল ঝুঁকিপূর্ণ। এমন ঝুঁকিপূর্ণ কাজের অপরাধে জন্য ড্যানিয়েলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে