এক্সক্লুসিভ ডেস্ক : গাধা টানলো দামি গাড়ি! মজার ব্যাপার, যে গাড়িতে যাবে মালিক সে গাড়িই টানলো গাধা। ডিলারের উদাসীনতায় বিরক্ত হয়ে এক কোটি টাকার গাড়ি গাধা দিয়ে টানালেন সুরাটের এক ব্যক্তি।
গত পাঁচ বছর আগে জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা ল্যান্ড ক্রুইসার গাড়িটি বাজারে এনেছিল। গাড়ির নতুন মডেল এদেশের বিখ্যাত ২০ জন ব্যক্তিকে দেয়ার সিদ্ধান্ত নেয় সংস্থা। তাদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, রাহুল গান্ধীর মতো ভিভিআইপিরা।
সুরাটের এক ধনী ব্যবসায়ী তুষার ঘিলানীও ওই তালিকায় ছিলেন। টয়োটার কাছ থেকে ১ কোটি টাকার বিনিময়ে গাড়িটি কেনেন তিনি। এর সঙ্গে সঙ্গে তাকে অনেক সুবিধা দেয়ার প্রতিশ্রুতিও দেয় সংস্থাটি। কিন্তু এত দামি গাড়িটি কেনার পরই উল্টো ছবি।
কিছুদিন পরই তুষার দেখেন, গাড়ির কি-লক কাজ করছে না। এটি সারানোর জন্য গাড়ির ডিলারের কাছ থেকে ১৫০০ টাকা দামের একটি ব্যাটারি কিনতে হয় তাকে। কিন্তু বাজারে সেটি মাত্র ৫০ টাকাতেই পাওয়া যায়।
সেটি মাত্র পাঁচদিন ঠিকমতো চলে। এখানেই শেষ নয়, প্রত্যেক ৫ হাজার কিলোমিটার চলার পরই লাইনার পরিবর্তনের প্রয়োজন হয় গাড়িটির। তুষারের অভিযোগ, এরপর নতুন লাইনারের জন্য ডিলারের কাছে জানালেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
ডিলারের এমন আচরণে বিরক্ত হয়ে তিনি অভিনব প্রতিবাদ জানান। তিনি তার গাড়িটি গাধা দিয়ে টানান। তুষার জানিয়েছেন, গাড়িটির ইনস্যুরেন্স বাবদ বছরে ৮ লাখ টাকা খরচ হয় তার।
শুধুমাত্র ডিলারের উদাসীনতার জন্য এত দামি একটি গাড়ি গাধায় টানা গাড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এর থেকে একটি ন্যানো গাড়ি কেনা ভালো ছিল। তবে ডিলারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : এবিপি