এক্সক্লুসিভ ডেস্ক : ঠিক সময়ে ধরা পড়লে ক্যান্সার থেকে বেঁচে যাওয়া সম্ভব! সেই কথাটা এত দিনে অভিনেত্রী মণীষা কৈরালা বা ক্রিকেটার যুবরাজ সিং-কে দেখে বুঝতে পারা যায়। পৃথিবী জুড়ে চিকিৎসকরাও তাই জোর দেন সঠিক প্যাথোলজিকাল টেস্ট-এর উপরে। কিন্তু সমস্যা হল, সব সময়ে কি সেই টেস্ট সঠিক তথ্য দেয়?
ওভারি বা জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে এ ধরনের একটা সমস্যা হয়। আলট্রাসাউন্ড টেস্টেও সব সময়ে বোঝা যায় না ওভারির ক্যান্সারের ধরন।
তবে, এবার থেকে আর এ ধরনের সমস্যার মুখে পড়তে হবে না বলেই দাবি করছেন বেলজিয়ামের লিউভেন ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা। ডাক্তার ডার্ক টিমারম্যান জানিয়েছেন, এক বিশেষ ধরনের আলট্রাসাউন্ড পদ্ধতি আবিষ্কার করতে পেরেছেন তারা। সেই আলট্রাসাউন্ডে এক টেস্টেই ধরা পড়বে ক্যান্সার আছে কি না, থাকলে তা কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে- তার পুরো খুঁটিনাটি।
বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়েছেন ডাক্তার টিমারম্যান। জরায়ুর ক্যান্সার সাধারণত দু রকমের হয়। একটা সাধারণ, অন্যটা বিপজ্জনক। সাধারণ সিস্ট হলে শুধু মাত্র ওষুধের উপর নির্ভর করেই সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কোনও অসুবিধে হয় না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ভয়ের কারণ রয়েছে!
এত দিন পর্যন্ত যে আলট্রাসাউন্ড পদ্ধতি প্রচলিত ছিল, তাতে অন্তত ২৫ শতাংশ রোগীর ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় হত না। আমাদের এই নতুন আলট্রাসাউন্ড সেই অসুবিধে দূর করেছে, গর্বের সঙ্গে বলছেন ডাক্তার টিমারম্যান।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি