মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৬:১১

এবার অনলাইন মার্কেটিংয়েও সেলফি’র ভূত!

এবার অনলাইন মার্কেটিংয়েও সেলফি’র ভূত!

এক্সক্লুসিভ ডেস্ক : অনলাইন মার্কেটিংয়ে নয়া নিয়ম চালু হচ্ছে মাস্টার কার্ডের ক্ষেত্রে। আনা হচ্ছে নয়া প্রযুক্তি। এবার আর পাসওয়ার্ড লাগবে না। সেলফি তুলে দিলেই লগ ইন করা যাবে। স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে পোস্ট করা যাবে। ছবিই প্রযুক্তির ভাষায় বদলে হয়ে যাবে পাসওয়ার্ড।

মাস্টার কার্ড এক্সিকিউটিভ অজয় ভাল্লা জানিয়েছেন, যার অ্যাকাউন্ট তাকে দিয়েই আমরা চিনতে চাই, তার কি মনে থাকে সেটা দিয়ে নয়। নতুন প্রজন্ম এমনিতেই সেলফি তুলতে পছন্দ করে। তাই এ নিয়মে মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

এ প্রযুক্তি ব্যবহারের জন্য স্মার্টফোনে মাস্টার কার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে