মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৬:৫৯

সি নেমড মি মালালা’

সি নেমড মি মালালা’

এক্সক্লুসিভ ডেস্ক : একটি মুহূর্ত যেখানে তোমাকেই ঠিক করতে হবে পিছনে দেখিয়ে পালাবে, নাকি রুখে দাঁড়াবে মালালার মুখে এবার তাঁর কথা। আন্তর্জাতিক স্তরে মালালা নিয়ে তৈরি হচ্ছে একটি তথ্যচিত্র। যার নাম ‘সি নেমড মি মালালা। সম্প্রতি মুক্তি পেল এই ডকিউমেন্ট্রির ট্রেলর।

মালালা কোন একটি মেয়ের কাহিনি নয়। একসঙ্গে কয়েকশো কোটি মেয়ের গল্প। যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে অন্ধকার সরিয়ে শিক্ষার আলোয় নিজেদের সামনে নিয়ে আসতে। লড়াই সেই সব সাধারণ মেয়েদের যারা মনের জোরে, শিক্ষার জোরে আজ অসাধারণ।

২০১২ সালের অক্টোবর মাসে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে মালালার মাথায় গুলি করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি’র বন্দুকধারীরা। স্কুল থেকে ফেরার পথে তাঁকে গুলি করা হয়। তার আগে থেকেই গোঁড়ামির বিরুদ্ধে এবং নারী শিক্ষার পক্ষে কাজ করে আসছিলেন মালালা। মালালার এই লড়াইয়ের কাহিনি এবার বন্দি ক্যামেরায়।

ট্রেলরটি দেখতে ক্লিক করুন : https://youtu.be/vE5gSHJkusU
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে