মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৮:১২

এবার মোবাইলই মানিব্যাগ, কীভাবে?

এবার মোবাইলই মানিব্যাগ, কীভাবে?

এক্সক্লুসিভ ডেস্ক : এবার মোবাইলই মানিব্যাগ! রাস্তায় বেরিয়ে দেখলেন পকেটে কানাকড়িও নেই।  মানিব্যাগটাও আনতে ভুলে গেছেন।  কাছে কোথাও ATM কাউন্টারও চোখে পড়ছে না।  

অথচ আপনার টাকার জরুরি প্রয়োজন।  কী করবেন? রাস্তাঘাটে কারো কাছে টাকা চেয়ে হাত পাতবেন? ধরুন, আপনি ঘরেই আছেন।  বাইরে বেরোনোর উপায় নেই।  তুমুল বৃষ্টি।  কাউকে টাকা পাঠানোর প্রয়োজন।  নেট ব্যাংকিং যে করবেন, সে উপায়ও নেই।  নেটও ডাউন।  তাহলে করবেন কি?

কোনা চিন্তা নেই।  এ সমস্যার কথা ভেবেই ‌‘মোবাইল ওয়ালেট’ চালু করল BSNL।  এটা আবার কি? এক কথায়, আপনার মানিব্যাগেরই বিকল্প। BSNL সূত্রে খবর, মোবাইল ওয়ালেটের মাধ্যমে নগদ এক লাখ টাকা পর্যন্ত তোলা যাবে।  কাউকে টাকা ট্রান্সফারও করা যাবে।

আবার কোনো পরিষেবা নেয়ার জন্য বিলও পরিশোধ করতে পারবেন ওই মোবাইল ওয়ালেট থেকে।  কারো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও তিনি BSNL-এর এই ওয়ালেট পরিষেবার সুযোগ নিতে পারবেন।  মোবাইলে টাকা লোড করা থেকে, দ্রুত কাউকে তা পে করা, সবই সম্ভব BSNL-এর এই পরিষেবায়।

কিন্তু এই টাকা তোলা বা টাকা ভরা এসব হবে কী করে? BSNL কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যেকোনো আউটলেট বা যেকোনো ব্যাংকের শাখায় গেলেই আপনি টাকা পেয়ে যাবেন বা আপনার ওয়ালেটে টাকাও রেখে দিতে পারবেন।

BSNL এই পরিষেবা ভারতে নিয়ে এলেও আমেরিকায় এই মোবাইল ওয়ালেট আগেই চালু হয়ে গেছে।  যাকে বলা হচ্ছে PAY-TM।  এই PAY-TM-এর ভারতীয় সংস্করণ মোবাইল ওয়ালেট।

টেলি যোগাযোগ মন্ত্রী রবিশংকর প্রসাদ শুক্রবার BSNL-এর এই মোবাইল ওয়ালেট পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন।  মন্ত্রী জানান, ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কেউ-ই মোবাইল ওয়ালেটে টাকা ভরতে পারবেন।

তবে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও টাকা ভরা যাবে।  যদি তারা BSNL-এর গ্রাহক হন।  লেনদেনের জন্য গ্রাহককে এক শতাংশ চার্জ দিতে হবে।  টাকা তোলা বা আদান-প্রদানের সময়ই সেই টাকা কেটে নেয়া হবে। তবে একসঙ্গে পাঁচ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না।  সূত্র : এই সময়
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে