এক্সক্লুসিভ ডেস্ক : রাজপুত্রেরা রাজ প্রাসাদে থাকবেন, রাজ্য সামলাবেন। এটিই স্বাভাবিক। কিন্তু যদি শোনেন কোন রাজপুত্র কয়লার ব্যবসা করছে- তা হলে কেমন লাগবে? যাই ভাবুন না কেন, এমনি এক রাজপুত্রের সন্ধার পাওয়া গেছে। কিথ উইলিয়ামস ব্রিটেনের ওয়েলস প্রদেশে কয়লার ব্যবসা করেন। স্থানীয়ভাবে তার নাম `কিথ দ্যা কোল`।
একদিন তার মেয়ে এসে বাবাকে বললেন, তার পূর্বপুরুষ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানেন না। বাবা কি পারবে কিছু তথ্য বের করতে?
বাবা খোঁজ খবর শুরু করলেন। উইলিয়ামসকে ছেলেবেলাতে দত্তক নেয়া হয়েছিল।
খুঁজতে খুঁজতে তিনি দেখা পেলেন তার আপন মায়ের। তার নাম এলিজাবেথ রোজা।
কিন্তু মা`র মুখে তিনি যা শুনলেন, তাতে তিনি চমকে উঠলেন। মা জানালেন তার বাবার নাম ইদ্রিস ইস্কান্দার আল-মুতাওয়াক্কিল আলাল্লাহি শাহ্। তিনি মালয়েশিয়ার পেরাক রাজ্যের সুলতান।
যুবক সুলতান যখন পড়াশুনা করতে ইংল্যান্ডের সারে অঞ্চলে আসেন তখন তিনি প্রেমে পড়েন ১৭ বছরের এক তরুণীর।
এলিজাবেথ ছিলেন ছাত্রী নার্স। সম্পর্কের এক পর্যায়ে ছুটির সময় বাড়িতে আসার পর এলিজাবেথ বুঝতে পারেন যে তিনি অন্ত:স্ত্ত্বা।
কিন্তু ছুটি শেষে সারে-তে ফিরে এলিজাবেথ সেই বিদেশি ছাত্রকে আর খুঁজে পাননি।
যাহোক ভগ্ন মনোরথ এলিজাবেথ ফিরে আসেন সোয়ানজিতে।
জন্মের পর সেখানকারই একটি নি:সন্তান পরিবার তার ছেলেকে দত্তক নেয়। আর সেই ছেলেই কিথ উইলিয়ামস।
এই খবর শোনার পর উইলিয়ামস তার বাবা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন।
সুলতান ইদ্রিস ১৯৬৩ সালে পেরাকের শাসনভার হাতে তুলে নেন। ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
বিবিসি জানিয়েছে, কিছুদিন আগে কিথ উইলিয়ামস মালয়েশিয়া গিয়ে বাবার কবর জিয়ারত করেন। তার সৎ ভাইবোনদের সাথেও তিনি দেখা করেন। তবে সেই সাক্ষাৎ যে খুব প্রীতিকর ছিল তা বলা যাবে না।
কারণ রাজপরিবারের সদস্যদের ভয় ছিল যে তিনি হয়তো সিংহাসন দাবি করতেই পেরাকে এসেছেন।
কিন্তু কিথ উইলিয়ামস বলেন, সিংহাসনের প্রতি তার কোন আকর্ষণ নেই। তিনি শুধু নিজের বাবা সম্পর্কেই জানতে চেয়েছিলেন।
২১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস