মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩০:৩২

আপনার যে ৬টি অভ্যাস অন্যের কাছে খুবই বিরক্তিকর

আপনার যে ৬টি অভ্যাস অন্যের কাছে খুবই বিরক্তিকর

এক্সক্লুসিভ ডেস্ক: অনেক সময় মানুষ মনের অজান্তে এমন কিছু কাজ করেন যেগুলো তার কাছে আনন্দের মনে হলেও প্রকৃত পক্ষে অন্যেদের কাছে তা খুবই বিরক্তের হয়। অন্যদিকে, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মানুষের চালচলন, আচার আচরণ এবং জীবন যাপনের সব দিকেই দেখা যায় ব্যক্তিত্বের ছাপ। তাই কোনো কাজ করার আগে নিজেই বিবেচনা করুন, আপনার কাজে অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো।

১) অন্যের কাজে সব সময় নাক গলানো
অন্যের কাজে নাক না গলিয়ে থাকতে পারেন না এমন ব্যক্তির সংখা নেহায়েত কম নয়। কিন্তু এই ধরণের মানুষ খুবই বিরক্তিকর হয়ে থাকেন। অন্যায় হতে না দেখলে অন্যের কাজে গিয়ে কথা বলার কোনই প্রয়োজন নেই। উপযাচক হয়ে কাউকে পরামর্শ দিতে যাওয়াও বিরক্তিকর।

২) অতিরিক্ত পারফিউম ব্যবহার
অন্যতম বিরক্তিকর আরেকটি কাজ হচ্ছে অতিরিক্ত পারফিউম ব্যবহার করা। আপনার অতিরিক্ত পারফিউম অন্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো? বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দিন।

৩) ঘাম ও পায়ের দুর্গন্ধ
অতিরিক্ত ঘাম হওয়া এবং ঘামের কারণে শরীরের দুর্গন্ধ এবং পা ঘেমে পায়ের দুর্গন্ধ অনেক বিরক্তিকর একটি বিষয়। এবং অনেকের কাছে এটি বেশ বিব্রতকরও বটে। এই সমস্যা দূর করতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৪) মোবাইল ফোনের বিশ্রী ও উচ্চমাত্রার রিংটোন
নিজে না হয় শখ করে মনের মতো গানের রিংটোন দিচ্ছেন আপনার ফোনে। কিন্তু একটিবারও কি ভেবেছেন এর সুর অন্যের কাছে খুবই বিরক্তিকর হতে পারে। যদি পছন্দের গানই রিংটোন দেন তাহলে বাসা থেকে বের হওয়ার সময় ফোনটি অবশ্যই ভাইব্রেশন মোডে নিন। অন্যের চোখে আর বিরক্তিকর হয়ে উঠবেন না।

৫) ফোনে জোরে জোরে কথা বলা
ফোনে জোরে চেঁচিয়ে পুরো দুনিয়ার মানুষকে জানান দিয়ে কথা বলার বিষয়টি সকলের চোখেই বেশ বিরক্তিকর। বিশেষ করে যদি তা পাব্লিক প্লেস যেমন বাস, রাস্তাঘাট, অফিসের মতো স্থানে হয়ে থাকে। তাই নিজের গলার স্বরের দিকে খেয়াল রাখুন।

৬) অফিসের লাঞ্চে উৎকট গন্ধযুক্ত খাবার
অফিসের লাঞ্চে অনেকেই এমন সুগন্ধ যুক্ত খাবার নিয়ে আসেন যার ফলে পুরো অফিসেই গন্ধ ছড়িয়ে যায়। এই ব্যাপারটি আপনার কাছে খুব বেশি অস্বাভাবিক মনে না হলেও একটি কর্পোরেট অফিসে বিষয়টি খুবই বিব্রতকর। এই কাজটি আপনাকে বিরক্তিকর মানুষের খাতায় ফেলে দিচ্ছে অন্যের চোখে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে