বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৬:০১:২২

কর্মক্ষেত্রে বিপদ থেকে রক্ষা পাওয়ার ৫ উপায়

কর্মক্ষেত্রে বিপদ থেকে রক্ষা পাওয়ার ৫ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: নতুন চাকুরি পেয়েছেন? ভাবছেন এবার একটা গাড়ি কিনবেন? আচ্ছা এমন স্বপ্নের মুহুর্তে ‍আপনার চাকরিটাই যদি চলে যায়। তাহলে কেমন হবে? বর্তমান সময়ে একটা চাকরি পাওয়া মানে যেন একটা যুদ্ধ জয় করা। এমন কঠিন বাস্তবতায় আপনার চাকরিটা চলে যাক এমটা কেউই চাইবে না। তাই অফিস বা কর্মক্ষেত্রে আপনার আচরণ সংযত হওয়া উচিত। তা না হলে বিপদ অনিবার্য। তাই কর্মক্ষেত্রের বিপদ-আপদ থেকে নিজেকে রক্ষা করতে নিচের এই ৫টি নিয়ম মেনে চলুন।

১. অলসতা দূর করুন: কাজের সময়টি ঠিকঠাক মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি কর্মঘণ্টা নির্দিষ্ট থাকে তাহলে তা যেমন জরুরি তেমনি কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকলেও সঠিক সময় মেনে চলা জরুরি। তাই অলসতা না করে হাতে কাজটি জমিয়ে না রেখে এখনই সেরে ফেলুন।

২. কানাঘুষা: অন্যরা আপনাকে নিয়ে কানাঘুষা করার মতো কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে জন্য সতর্ক থাকুন। বিশেষ করে কর্মক্ষেত্রের প্রথম বছর এ ক্ষেত্রে খুবই সতর্ক থাকা প্রয়োজন।

৩. চাকরি ছাড়তে আত্মগোপন নয়:
কর্মক্ষেত্রে আপনার ভালো সুযোগ-সুবিধা পেয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যাওয়ার সুযোগ আসতেই পারে। এ ছাড়া শিক্ষা কিংবা অন্য কোনো কারণে চাকরি ছাড়ার প্রয়োজন হতে পারে। তবে এসব কারণে চাকরি ছাড়ার সময় হঠাৎ করে চলে যাওয়া উচিত নয়। প্রতিটি প্রতিষ্ঠানেই চাকরি ছাড়ার সুযোগ ও নিয়মকানুন রয়েছে। এ নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানকে অবহিত করে অন্যকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই চাকরি ছাড়া উচিত।

৪. অফিসে পারিবারিক আলোচনা নয়: কর্মক্ষেত্রে বহু মানুষের সঙ্গে আলোচনার প্রয়োজন হলেও তা যেন ব্যক্তিগত কথাবার্তায় না গড়ায় সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, অফিসের কলিগরা আপনার ব্যক্তিগত বন্ধু নয়। তাদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা বললে তা পরবর্তী সময়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

৫্র. হ্যাঁ বলার আগে ভেবে নিন: কর্মক্ষেত্রে যেকেনো কাজ করার আগেই চিন্তা করে নেওয়া উচিত। একইভাবে আপনার যদি কোনো কাজের বিষয়ে সমস্যা থাকে তাহলে তাতে রাজি হওয়ার আগেই ভেবে নিন। কাজটি ঠিকভাবে না বুঝেই ঘাড়ে নিয়ে নিলে তাতে সমস্যা বাড়বে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে