এক্সক্লুসিভ ডেস্ক: সফল হতে হলে আপনাকে অবশ্যই অনেক সাধনা করতে হবে। পাশাপাশি জীবন থেকে ত্যাগ করতে হবে কিছু বদভ্যাস। নতুন বছরে সফল হতে বিশেষজ্ঞদের দেয়া তথ্যতের ভিত্তিতে ‘বিজনেস ইনসাইডার’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যা নিচে তুলে ধরা হলো।
১. সব প্রশ্নের জবাব ইন্টারনেটে খুঁজতে যাবেন না। প্রশ্নগুলো খাতায় লিখে বই পড়ে দেখে নিন।
২. সময় বাঁচাতে একসঙ্গে একাধিক কাজ করতে যাবনে না। এতে কোন কাজই ঠিক মতো করতে পারবেন না।
৩. মানুষের ইচ্ছাশক্তির সীমারেখা না থাকলেও রয়েছে সীমাবদ্ধতা। তাই দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো পরের সময়ের জন্যে ফেলে রাখার অভ্যাস থেকে বেরিয়ে আসুন।
৪. একের পর এক মিটিং আপনার প্রাণশক্তি শুষে নেবে। তাই সুনির্দিষ্ট কারণ ও এজেন্ডা ছাড়া কোনো অবস্থাতেই মিটিং করতে যাবেন না।
৫. দুই বা ততোধিক লক্ষ্যকে সামনে রেখে ঝাঁপ দেবেন না। এতে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণটি বেছে নিন, এবং এগিয়ে যান।
৬. কাজে সফল হতে একটি সুষ্ঠু পরিকল্পনাই যথেষ্ট। কিন্তু এ নিয়ে একের পর এক পরিকল্পনা গোটা সম্ভাবনাকে ভেস্তে দেবে। আবার একেবারে পরিকল্পনা না করলেও লক্ষ্য-উদ্দেশ্য হাসিল হবে না।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল