শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১:১১

৫ম বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন ৭ সন্তানের বাবা

৫ম বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন ৭ সন্তানের বাবা

এক্সক্লুসিভ ডেস্ক: যেখানে এক বার বিয়ে করেই সামলাতে না পেরে রীতিমতো হিমশিম খেয়ে যান অনেকে, সেখানে ৫ম বিয়ে বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন ৭ সন্তানের বাবা। শুনতে অবাক লাগছে? ভাবছেন এও সম্ভব? হ্যাঁ সম্ভব করেছেন ৫৫ বছরের শফি আহমেদ।

শফির একাধিক বিয়ের কীর্তি সামনে আসতেই চোখ কপালে ওঠে সকলের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। শফি আহমেদের চার স্ত্রী ও সাত সন্তান রয়েছেন। তাতেও শখ মেটেনি তার। পঞ্চম বার বিয়ের আসরে বসতে যান তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। বাবার বিয়ে আটকাতে সরাসরি বিয়ের আসরে হাজির তার ৭ সন্তান।

গত বুধবার রাতে পঞ্চম বিয়ের জন্য বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন শফি আহমেদ। ঠিক তখনই তার ৭ জন সন্তান বিয়ের আসরে হাজির হয়ে তাকে পুনরায় বিয়ে করতে বাধা দেয়। পাত্রীপক্ষের সামনে বিষয়টি খোলসা করে সন্তানরা। শফির নামে পুলিশের কাছে অভিযোগও জানায় তার সন্তানেরা। 

পুলিশ ঘটনাস্থলে এসে শফিকে গ্রেফতার করে। সন্তানরা সংবাদমাধ্যমকে জানায়, বাবার পাঁচ নম্বর বিয়ের কথা জানতে পেরেই তারা পুলিশের কাছে অভিযোগ জানায়। বাবা তাদের হাত খরচ বন্ধ করে দেয়, সেই রাগ থেকেই তারা এমন কাজ করেছে বলে জানায় সংবাদমাদ্যমকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে