বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৮:১০:২০

তরুণ প্রজন্ম কেন ঝুঁকছেন এক গাল দাড়ির দিকে?

তরুণ প্রজন্ম কেন ঝুঁকছেন এক গাল দাড়ির দিকে?

এক্সক্লুসিভ ডেস্ক : কিছুদিন আগেও মেয়েদের কাছে স্বপ্নের পুরুষ মানেই ছিল লাম্বা এবং হ্যান্ডসাম। তবে ছেলেটি কালো হলেও কোন সমস্যা নেই। আর অবশ্যই ক্লিন সেভ থাকতেই হবে, তানাহলে একেবারে খ্যাত খ্যাত মনে হয়! কিন্তু এখন দিন পাল্টেছে। বান্ধবী, সঙ্গীনী অথবা স্ত্রী যেমনটি চান না কেন, দেশের যুবসমাজ এখন মজেছে দাড়ি-গোঁফের প্রেমে!

হ্যাঁ, নিজেকে ক্লিন সেভ রেখে আর ঝকঝকে, তকতকে, সুন্দর হ্যান্ডসাম পুরুষ হিসেবে দেখতে চাইছে না আজকের যুব সমাজ। আপনিও কি তাই ভাবছেন? এখন গাল ভর্তি দাড়ির রাখাই ফ্যাশ। তাহলে আপনি কেন এই যুগের সাথে তাল মিলিয়ে চলবেন না?

এর কারণ জানতে চাওয়া হয়েছে বিশেজ্ঞদের কাছে। এই প্রশ্নের উত্তরে অনেক বিশেষজ্ঞই বলেছেন, 'আসলে একেকটা দশকে এক একটা স্টাইল জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ নিজেকে তেমনটাই দেখতে চায়। এই প্রজন্মে যারা নতুন প্রজন্মের কাছে আদর্শ, তারা বেশিরভাগই গালে দাড়ি রাখেন, তাই এমন।'

ঠিকই ইদানিং, সিনেমার নায়করাই হন অথবা ক্রিকেটাররা, সবাই কিন্তু এক গাল দাড়ি রেখেই মেয়েদের মন জিতে নিচ্ছেন। আপনি কোনটা করছেন? একদম ক্লিন সেভ নাকি এক গাল দাড়ি?
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে