মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:৫৭

১৩ হাজার ২০০ বছরের আগের পায়ের ছাপ, ঘটনা কি সত্যিই?

১৩ হাজার ২০০ বছরের আগের পায়ের ছাপ, ঘটনা কি সত্যিই?

এক্সক্লুসিভ ডেস্ক : এটাই কি বিশ্বের সবচেয়ে প্রাচীন মানুষের পায়ের ছাপ? সত্যিই কি ১৩ হাজার ২০০ বছরের আগের পায়ের ছাপ? হ্যাঁ, হাজারো গবেষণার পর এ সিদ্ধান্তে উপনীত হলেন বিজ্ঞানীরা।  প্রায় সাড়ে ১৩ হাজার বছর প্রাচীন মানুষের পায়ের ছাপ পাওয়া গেল কানাডায়।

কানাডায় ব্রিটিশ কলম্বিয়ার কালভার্ট দ্বীপে বেশ কয়েক বছর ধরেই নানা প্রাচীন দ্রব্য উদ্ধার হচ্ছে মাটির তলা থেকে।  প্রত্নতাত্ত্বিকরা তাই এই অঞ্চলে খননকার্য চালাচ্ছেন।  

সম্প্রতি মাটি খুঁড়তে খুঁড়তেই একটি পাথরের চাঁই দেখতে পান তারা।  সেই পাথর খণ্ডটিতেই মানুষর পায়ের ছাপটি চোখে পড়ে। দীর্ঘ পরীক্ষার পর দেখা যায়, পায়ের ছাপটি ১৩ হাজার ২০০ বছরের প্রাচীন।

প্রত্নতাত্ত্বিক দলের সদস্য ডানকান ম্যাকলারেন জানাচ্ছেন, এ এলাকায় আরো পায়ের ছাপ পাওয়া যেতে পারে।  তার কথায়, এত প্রাচীন হওয়া সত্ত্বেও পায়ের ছাপটি বেশ গভীর ও স্পষ্ট।  আয়তনেও বেশ বড়।  বোঝাই যাচ্ছে, কোনো দীর্ঘাকৃতি মানুষেরই পায়ের ছাপ এটি।  সূত্র : এই সময়
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে