বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩২:২৩

অনলাইনে মাংস অর্ডার দিয়ে পেলেন এক হৃদয়বিদারক চিঠি!

অনলাইনে মাংস অর্ডার দিয়ে পেলেন এক হৃদয়বিদারক চিঠি!

এক্সক্লুসিভ ডেস্ক: বাসায় বসে রেস্তোরাঁর খাবার খেতে এখন অনলাইনে অর্ডার করা যায়। খাবার সরবরাহ করতে আসা কর্মীদের ভুলে সেই খাবার আবার মাঝে মধ্যে এদিক-ওদিক হয়ে যাওয়া খবর পাওয়া যায় কিন্তু এবার অনলাইনে মাংস অর্ডার দিয়ে পেলেন শুধুই হাড় আর হৃদয়বিদারক চিঠি।

ড্যামিয়েন স্যান্ডারস নামের এক ব্যক্তি এমনটি দাবি করেছেন। পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে জানিয়েছেন, তিনি মোট তিনটি খাবার অর্ডার করেছিলেন অনলাইনে। চিপস, চিকেন উইংস এবং ঠাণ্ডা পানীয়। 

তার দাবি, ঠাণ্ডা পানীয় ঠিকঠাক এলেও চিপসের প্যাকেট ছিল ফাঁকা। আর চিকেন উইংসের জায়গায় পড়ে ছিল মুরগির হাড়! তবে খাবারের ব্যাগে একটি হাতে লেখা চিঠি ছিল। খাবার সরবরাহ করতে আসা কর্মীর নামে লেখা সেই চিঠি।

চিঠিতে লেখা ছিল, ‘আমাকে ক্ষমা করবেন, আমি আপনার খাবার খেয়ে ফেলেছি। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছিল। কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না।’ তিনি শীঘ্রই চাকরি ছেড়ে দেবেন। চিঠিতে আরো জানিয়েছেন, এ ছাড়া খাবার খাওয়ানোর জন্য চিঠির শেষে ড্যামিয়েনের জন্য দোয়াও করেছেন তিনি।

ড্যামিয়েন পুরো ঘটনায় খুব রেগে গেলেও অনেকেই খাবার সরবরাহকারী কর্মীর প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকে আবার বলেছেন, খাবার জোগাড় করতে মানুষকে কত কিছুই না করতে হয়। অবশ্য অনেকেই আবার বলেছেন, খাবার খেয়ে ওই কর্মী মোটেও ঠিক কাজ করেননি। সূত্র: আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে