বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৭:১৩

কারখানার ছাদে থাকা গোল চাকতির মতো জিনিসগুলি আসলে কী, জানেন?

কারখানার ছাদে থাকা গোল চাকতির মতো জিনিসগুলি আসলে কী, জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : শহর বা গ্রামে যেখানেই কোনও ব্যক্তি থাকুক না কেন, কারখানার উপর গোল গোল চাকতিওয়ালা জিনিস অনেকেরই নজরে এসেছে। বিশেষ করে ট্রেনে আসা যাওয়ার ক্ষেত্রে কারখানা সংলগ্ন এলাকায় এমন ছবি বহুবার নজরে আসবে। 

অনেকের মনেই এক্ষেত্রে প্রশ্ন জাগে, এগুলি আসলে কী? এগুলির কাজ কী? বা এগুলি ঠিক কোন কোন কাজে লাগে? কারখানার ছাদে স্টিলের চাকতির মতো দেখতে এগুলি অবিরাম ঘুরতেই থাকে। এগুলি আসলে কী? তার উত্তর রয়েছে এই রিপোর্টে। এটির আসল নাম টার্বো ভেন্টিলেটর (Turbo Ventilator)। তবে এটি আরও একাধিক নামে পরিচিত। এবার এর কারণগুলি জেনে নেওয়া যাক।

টার্বো ভেন্টিলেটরের আর কী কী নাম রয়েছে?

টার্বো ভেন্টিলেটরের আর যে জনপ্রিয় নামগুলি রয়েছে, সেগুলি হল রুফ টপ এয়ার ভেন্টিলেটর, টারবাইন ভেন্টিলেটর, রুফ এক্সট্র্যাক্টর এবং রুফ টপ ভেন্টিলেটর। কারখানা ছাড়াও গুদাম, দোকান, রেলওয়ে স্টেশন এলাকায় এই টার্বো ভেন্টিলেটর বসানো হয়। আগে এই ভেন্টিলেটর শুধুমাত্র কারখানার ছাদেই লাগানো হত, কিন্তু বর্তমানে এগুলির কাজের বিষয় বুঝে নিয়ে অন্য একাধিক বড় জায়গায় ব্যবহার করা হচ্ছে।

টার্বো ভেন্টিলেটরের কাজ কী?

টার্বো ভেন্টিলেটর আসলে অল্প স্পিডে চলা একটি ফ্যান যা আসল একটি ভেন্টিলেটর। এটির কাজ হল কারখানার ভিতরের গরম হাওয়া বাইরে বের করে দেওয়া। গরম হাওয়া উপরের দিকে উঠে যাওয়ার কারণে এই হাওয়া বাইরের দিকে বেরোতে পারে না। 

আর সেই কারণেই এই হাওয়াকে বাইরে বের করতে এই বিশেষ ভেন্টিলেটর কারখানার ছাদে বসানো হয়। এই টার্বো ভেন্টিলেটর খুব হালকা ভাবে ঘুরলেও গরম বাতাস বের করার ক্ষেত্রে এটি কিন্তু দারুণ কাজ করে।

এই ভেন্টিলেটর আর কী কাজ করে?

এই ভেন্টিলেটর কিন্তু শুধু যে গরম হাওয়া টেনে বের করে তাই না, একই সঙ্গে কারখানা বা ওই জায়গায় বাজে গন্ধ থাকলে তাও বের করে ফেলে। এছাড়াও বর্ষাকালে আর্দ্রতা দূর করতেও এই ভেন্টিলেটর (Turbo Ventilator) দারুণ ভাবে কাজ করে। তথ্যসূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে