শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৩:২৯:৪৫

সুইপার পদে চাকরি, এমবিএ পাস ছাত্রছাত্রীদের হুমড়ি খেয়ে আবেদন!

সুইপার পদে চাকরি, এমবিএ পাস ছাত্রছাত্রীদের হুমড়ি খেয়ে আবেদন!

এক্সক্লুসিভ ডেস্ক : সুইপার পদে (ঝাড়ুদার) চাকরির জন্য হুমড়ি খেয়ে আবেদন করলেন  বিএ, বিএসসি, এমএ ও এমবিএ পাস করা ছাত্রছাত্রীরা।  বিজ্ঞাপন দেয়া হয়েছিল ১১৪ জন সাফাইকর্মী পদের জন্য।  

এর জন্য আবেদন পড়েছে ১৯ হাজার, যাদের বেশির ভাগই উচ্চশিক্ষিত। এতে ভারতের উত্তর প্রদেশের বেকার সমস্যার একটি অন্ধকারাচ্ছন্ন চিত্র ফুটে উঠেছে।

আরমোড়া পৌরসভার এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১৪ জন সাফাই কর্মচারী চাওয়া হয়।  বলা হয়, এ পোস্টে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই।

কারণ রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, শহরের নর্দমাগুলো পরিষ্কার করা - এসব কাজ করতে মূলত কায়িক পরিশ্রম হলেই হয়।  বেতন উল্লেখ করা হয় ১৭,০০০ টাকা।  

জমা পড়া আবেদনপত্র যাচাই-বাছাই করতে গিয়ে চোখ কপালে।  দেখা যায়, আবেদনকারীদের অধিকাংশই গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বি টেক বা এমবিএ পাস।

আরমোড়া নগরপালিকার অফিস সুপারিনটেন্ডেন্ট ফৈজ আলম জানিয়েছেন, আবেদন আপলোডের কাজ এখনো চলছে।  এখন পর্যন্ত পাওয়া ১৯,০০০ আবেদনের মধ্যে থেকে ৫,০০০ আপলোড করা হয়েছে।

এদের বেশির ভাগই উচ্চশিক্ষিত।  এ পদের জন্য এতো পরিমাণ উচ্চশিক্ষিতের আবেদন জমা পড়ায় চমকে গেছে পৌরসভার কর্মকর্তারা।
যদিও কর্মী বাছাই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পদগুলো শুধুমাত্র বাল্মীকি সম্প্রদায়ের মানুষদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে সাফাই কর্মীদের সংগঠন।  সরকার তাদের দাবি মেনে নিলে যে কয়েক হাজার উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতী এ পদের জন্য আবেদন করেছিলেন তারা ফের হতাশ হয়ে পড়বেন।

দেশের বেকার সমস্যার এ করুণ অবস্থায় কোনো মন্ত্রী-আমলার চোখ পড়ছে কি না তা নিয়ে সন্দেহ আবেদনকারীদের।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে