মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৭:২১

চুইংগাম সাফ করলে মাইনে দেড় লাখ!

চুইংগাম সাফ করলে মাইনে দেড় লাখ!

এক্সক্লুসিভ ডেস্ক : চুইংগাম সাফ করলে মিলবে মাসে দেড় লাখ টাকা মাইনে। অবিশ্বাস্য মনে হলেও ঘটরা সত্যি।  অভিনব এই চাকরি দিচ্ছেন খোদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।  সাধের হলিরুড হাউস প্রাসাদ পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

এডিনবরার হলিরুড হাউস ব্রিটিশ রাজপরিবারের অবসর যাপনের অন্যতম প্রিয় ঠিকানা।  কিছুদিন আগে সেখানে সফরে এসে প্রাসাদের আসবাব, সিঁড়ি, উঠানামায় সিংহদ্বারে চুইংগাম সেঁটে থাকতে দেখে বিরক্তিবোধ করেন মহারানি।

জানা গেছে, প্রাসাদ দর্শনার্থী অনেকের চুইংগাম চিবানোর বাতিক রয়েছে। কিন্তু গামের স্বাদ ফুরোলে যেখানে-সেখানে তা মুখ থেকে ফেলে দেয়ার বদভ্যাসও রয়েছে।  চিবিয়ে ফেলে দেয়া চটচটে আঠালো চুইংগামে জড়ো হয় ধুলাবালি।  ফলে সহজেই নোংরা হয়ে ওঠে প্রাসাদ চত্বর।

সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বয়ং রানি দ্বিতীয় এলিজাবেথ।  চলতি মাসে রাজ পরিবারের তরফে হলিরুড হাউস প্রাসাদের ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে চুইংগাম পরিষ্কার করার জন্য কর্মী চাওয়া হয়েছে।  এ কাজে বহাল কর্মীর বেতন ভারতীয় মুদ্রায় মাসে প্রায় দেড় লাখ টাকা।

তবে এই চাকরি পেতে গেলে মানতে হবে কিছু শর্ত।  প্রথমত, চুইংগাম সাফাই কর্মীকে শারীরিক ও মানসিকভাবে চূড়ান্ত ফিট থাকতে হবে। প্রতিদিনের কাজের সময় ৪ ঘণ্টা।

তবে প্রয়োজন অনুযায়ী প্রাসাদ কর্তৃপক্ষ কাজের সময় বদলাতে পারেন।  রাজ পরিবারের প্রাসাদ সফরের আগে বাড়তে পারে কাজের সময়।  চুইংগাম পরিষ্কার ছাড়াও ছোট-খাটো জঞ্জাল পরিষ্কার করতে হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, এ কাজের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রিটেনে বসবাসকারী প্রার্থীরাই।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে