শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৩:১৬

বিয়ের আগে কালো মেয়েদের জন্য দারুণ সুখবর!

বিয়ের আগে কালো মেয়েদের জন্য দারুণ সুখবর!

এক্সক্লুসিভ ডেস্ক : নিজের গায়ের রং নিয়ে কালো মেয়েদের হিংসা হয়।  অন্যসব ফর্সা মেয়েদের দেখলে নিজেকে একটু নিচুই মনে করে থাকেন।  নিজের সৌন্দর্য নিয়ে গর্ভ করে কিছু বলতে পারেন না।  কালো মেয়ে দেখতে এসে অনেক পাত্রপক্ষ নাক ছিটকান।  তবে সেই টেনশনে একেবারে গুঁড়েবালি।  আর চিন্তা নেই কালো মেয়েদের।  বিয়ের আগে গোসল করলেই কেল্লা ফতে।  তবে লাগবে সেই বল।  বল নিয়ে গোসল করলে কালো গায়ে একেবারে গোলাপি।

ভদ্রমহিলা অ্যাবি সেনটন খুবই শৌখিন।  থাকেন ইংল্যান্ডেই।  পাশের শপিং মলে গিয়ে দেখেন নতুন প্রোডাক্ট এসেছে বাজারে।  গোলাপি রঙের বল। এগুলো গোসলের সময় ফাটবে।  

আর আপনার গোসলকে এনে দেবে এক দুর্দান্ত ফ্যান্টাসি।  বাথরুমে ঢুকে বেশ অনেকক্ষণ ধরে গোসল করেছেন অ্যাবি।  কিন্তু বাথরুম থেকে বেরিয়েই বুঝতে পারেন, খুবই সমস্যায় পড়েছেন।

কারণ তার শরীর পুরো গোলাপি হয়ে উঠেছে।  অবশ্য কোনো জ্বালা-যন্ত্রণা অনুভব করেননি তিনি।  সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের ওই গোলাপি শরীরের ছবি আপলোড করেন তিনি।  

পণ্য প্রস্তুতকারক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।  প্রায় তিনদিন ধরে অ্যাবির গায়ের রঙ রয়েছে একই রকম।  কোনো পরিবর্তন নেই।
২২জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে