এক্সক্লুসিভ ডেস্ক : প্রচণ্ড খিদের মুখে ওর কাছে এসে পড়েছিল আস্ত বড় একটা শজারু। দেরি না করে সেই শজারকে গিলে ফেলে আফ্রিকার রক অজগর। চার মিটার লম্বা সেই অজগর শজারুকে গিলে ফেলার পর ছটফট করতে থাকে।
১৬ কেজির শজারুকে গিলে খারাপ অবস্থা অজগরের। দক্ষিণ আফ্রিকার লেক ইল্যান্ড গেম রিজার্ভে এরপর সেই অজগরের সঙ্গে যা ঘটল তা সত্যিই মর্মান্তিক।
কিছুক্ষণ ছটফট করার পর অজগরটি নেতিয়ে পড়ে। বনকর্মীরা যতক্ষণে ঘটনাস্থলে এলেন ততক্ষণে মারা যায় অজগরটি। ডাক্তাররা ময়নাতদন্ত করে দেখতে পায় শজারুর কাঁটায় অজগরটির নাড়িভুঁড়ি সব ক্ষতবিক্ষত হয়ে গেছে।
বেশ কয়েকদিন ধরেই এ জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়া পর্যটকদের শজারু থেকে সাবধান করে দেয়া হয়েছিল।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে