এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের পাত্রী নাকি জুটছিল না রতনলালের! মানে যেমনটি চান, তেমনটি পাচ্ছিলেন না। তাই বেছে বেছে এমন একজনের গলায় মালা দিয়েছেন তিনি, যে কিনা তার হাঁটুর বয়সী। কন্যাসম বললেও কিন্তু ভুল হয় না। ঘটনা রাজস্থানের চিতোরগড়ের।
আক্ষরিক অর্থেই ‘পুতুল খেলা’র বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে ছোট্ট মেয়েটিকে। ছয় বছরের ওই পাত্রীর সঙ্গে যার বিয়ে হয়েছে, তার বয়স ৩৬। কেন আইন অগ্রাহ্য করে মেয়েটির পরিবার বাল্যবিয়ে দিল, ঘটনা প্রকাশ্যে আসার পরই তা খতিয়ে দেখে প্রশাসন।
পুলিশ জানতে পারে, গত অক্ষয় তৃতীয়ার দিন রাজস্থানের গণেশপুরার বাসিন্দা রতনলাল জাঠের সঙ্গে বিয়ে হয় ওই বালিকার। বছর ছয়েকের ওই বালিকাবধূর বাড়ি চিতোরগড়ের প্রত্যন্ত অঞ্চল গাংরারে।
পুলিশি জেরার মুখে পড়ে রতনলাল জানান, বয়স বেড়ে যাওয়ায় তিনি পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। তাই নিজের সম্প্রদায়ের মধ্যেই ওই মেয়েটিকে বিয়ে করেছেন।
জানা গেছে, রাজস্থানের এই সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিয়ের রেওয়াজ আছে। তাই প্রতিবেশীরা জানলেও বিয়ে থামানোর চেষ্টা করেনি। পুলিশকেও খবর দেয়ার প্রয়োজন বোধ করেননি। অথচ বাল্যবিয়ে নিয়ে আছে রাজপথে প্রতিবাদ।
ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গড়া হয়। সেই কমিটিকে দ্রুত রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জেলাশাসক বেদপ্রকাশ জানিয়েছেন, রিপোর্ট হাতে আসার পরই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। নাবালিকাকে বিয়ে করে আইন ভেঙেছেন ওই ব্যক্তি।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/বিএসএস/এসএস