এক্সক্লুসিভ ডেস্ক: সবার জীবনে মোটামুটি একবার হলেও প্রেম আসে। প্রেম কারো ক্ষেত্রে গভীর হয় আবার কারো ভেঙ্গে যায়। বাধ্য হয়ে অন্য কারোর সঙ্গী হতে হয়। অনেকটা সময় একজন মানুষকে চেনা, ঘনিষ্ঠ হওয়া, নিজের ভাল লাগা খারাপ লাগা সবটুকু তাকে জানানোর পরেই বিচ্ছেদ।
এটা সহজেমেনে নিতে একটু কষ্ট হয়। অনেকের দীর্ঘ দিনের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর বাবা-মায়ের পছন্দের মানুষকে বিয়ে করতে হয়। নতুন সঙ্গীর সাথেও সম্পর্ক গড়ে ওঠে কিন্তু পুরনো প্রেমিক বা প্রেমিকার স্মৃতি মনের কোণায় হয়ত থেকে যায়। তবে সেই মানুষটি যদি বিয়ের পরেও আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায়? তাহলে কী করবেন?
বিবাহিত জীবনের মূল ভিত্তি বিশ্বাস। তাই নতুন সঙ্গীর কাছ থেকে প্রেমিক বা প্রেমিকার বিষয়টি না লুকোনোই শ্রেয়। আপনাকেই বিষয়টি নিয়ন্ত্রন করতে হবে। পুরোনো প্রেমিকের সঙ্গে শুধু বন্ধুত্ব রাখা সম্ভব কি না? মানুষের মন ঘুরে যেতেই পারে। মনে রাখবেন আপনার সাথে আর এক জনের জীবন জড়িত। যদি মনে কোন সন্দেহ থাকে তাহলে এই পথে না যাওয়াই ভালো।
যদি মনে করেন পুরোনো প্রেমের সম্পর্ক থেকে নিজেকে পুরোপুরি বের করতে পেরেছেন। নতুন সঙ্গীর সাথে ভালো আছেন। প্রাক্তন এর সাথে বন্ধুত্ব আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলবে না। তাহলে বন্ধুত্বের কথা ভাবতে পারেন। তবে পুরো বিষয়টা আপনার সঙ্গীকে জানিয়ে করবেন।
সম্পর্কে থাকাকালীন একে অপরের প্রতি এক ধরনের অধিকারবোধ জন্মে যায়। কিন্তু বিচ্ছেদের পরে সেটি থাকে না। তাই কিছু বিষয়ে আপনার এবং তার নিজস্ব পরিধির ব্যাপারে জানা থাকাই ভাল। সূত্র : আনন্দবাজার।