এক্সক্লুসিভ ডেস্ক : দুই সন্তানকে নিয়ে সাবওয়েতে ঢুকছিলেন এক মহিলা। এতে নজরে পড়ে এক চোর। সুইডেনের স্টকহোমে সিসিটিভিতে যা ধরা পডলো তাতে চোরকে সেলাম করতেই হয়। দৌড়ে না পালিয়ে মহিলার সাথে যে ধরনের আচরণ করেছে তা একজন সচেতন মানুষকে ভাবিয়ে তুলবে। অথচ সাবওয়েতে অন্য পুরুষরাও ঢুকেছে।
ওই মহিলার সঙ্গে ছিল দু’টি শিশু। একেবারেই ছোট তারা। হাত ধরে তাদের নিয়ে সাবওয়েতে ঢুকছিলেন মা।
আচমকা ওই মহিলা দেখেন, এক পথচারীর ব্যাগ কাটার চেষ্টা করছে এক চোর। সঙ্গে সঙ্গে তিনি রুখে দাঁড়ান। চোর পালাতে বাধ্য হয়। কিন্তু যাওয়ার আগে চোর সজোরে লাথি কষিয়ে যায় মহিলার গায়ে।
তাতেই শেষ হয়নি, ফিরে এসে মহিলাকে লক্ষ্য করে থুতুও ছুড়তে থাকে। সঙ্গে কিছু অশ্রাব্য গালিগালাজ।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম