মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২০:০৫

জেনেনিন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সুখি ১০ শহর

জেনেনিন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সুখি ১০ শহর

এক্সক্লুসিভ ডেস্ক : শান্তি চান? ঘুরে আসুন উত্তর আতলান্তিকের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আইসল্যান্ড থেকে। সিডনির ‘ইনস্টিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’-এর বিচারে বিশ্বের ১০টি শান্তির দেশের মধ্যে শীর্ষস্থানে আছে এই দেশটি। বাঙালিদের কাছে প্রসেনজিৎ অভিনীত ‘হনুমান ডট কম’-এর হাত ধরে ইতিমধ্যেই পরিচিত এই দেশটি। চলতি সমীক্ষার বিচারে প্রথম দশের মধ্যে আইসল্যান্ড ছাড়াও আছে ইউরোপের আরও ৬টি দেশ।

 

২০০৭ সাল থেকে এই সমীক্ষা চালাচ্ছে এই সংস্থাটি। ১৬২টি দেশের উপর চালানো হয়েছে এই সমীক্ষাটি। বিনিয়োগে নিরিখে মোদীর ভারত উদ্যোগপতিদের পছন্দের জায়গা হলেও শান্তির নিরিখে ভারতের স্থান তলানির দিকে। ভারত আছে ১৪৩তম স্থানে। প্রতিবেশী দেশ ভুটান আছে ১৮তম স্থানে। সব শেষে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

গত সপ্তাহে জাপানের জন্যে বেশ কিছু খুশীর বার্তা ছিলো যার মধ্যে একটি ছিলো দ্যা ইকনোমিস্ট’র মতে জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর, সাথে ওসাকাও তৃতীয় নিরাপদ শহর হিসেবে মনোনীত হয়েছে।

এই শহর দু’টি বিশ্বের অন্যতম বৃহৎ শহর।

২০১৫ সালে বিশ্বের প্রতিটি মহাদেশের সর্ববৃহৎ ৫০টি শহরের সূচকে চারটি নিরাপদ ক্যাটাগরি বিচার করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি বড় ধরনের সহিংসতার ঝুঁকি, স্বাস্থ্য নিরাপত্তা, অবকাঠামোগত নিরাপত্তা এবং একটি শহর কী ভাবে তার নাগরিকদের ডিজিটাল গোপনীয়তা রক্ষা করা তাও বিবেচনায় আনা হয়।

টোকিও ডিজিটাল নিরাপত্তা ক্যাটাগরিতে সর্বাধিক স্কোর করে, অপর দিকে বাতাসের গুনগত মান উন্নত হচ্ছে কিন্তু এখনো তুলনামূলক ভাবে তত ভালো নয়, স্বাস্থ্য খাতে নীচে রয়েছে।

ব্যক্তিগত নিরাপত্তা খাতে ওসাকা বাস্তবে টোকিওর চেয়ে ভালো অবস্থানে রয়েছে তবে অবকাঠামো নিরাপত্তায় এটি ১০ নম্বর অবস্থানেও আসতে পারেনি।

চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিময় পরিবেশ এসব শহরকে সুখীদের রাজ্য করে তুলেছে। এখানে জেনে নিন বিশ্বের এমনই ১০টি শহরের কথা যা পৃথিবীর সবচেয়ে সুখী শহর বলে বিবেচিত হয়েছে।
১. কো সামুই : থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ পুকেতের পরই এর স্থান। বনের ঝর্ণা, পুরনো বৌদ্ধ মন্দির, পাম বিচ এই শহরকে করেছেন সুখী ও সমৃদ্ধ।
২. সান সেবাস্তিয়ান : ছবির মতো সুন্দর তিনটি সমুদ্র সৈকত, দারুণ সব রেস্টুরেন্ট আর মন্টি গুয়েদো বিনোদন পার্ক স্পেনের এই শহরটিকে বিশ্বের অন্যতম সুখী ও সুন্দর শহরে পরিণত করেছে।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সুখী ১০টি শহর

৩. অকল্যান্ড : স্বচ্ছ কালো বালুকাময় সৈকত, প্রাণবন্ত রাত, ৪৮টি আগ্নেয়গিরির জ্বালামুখ আর বিস্তীর্ণ বনভূমি এই শহরটিকে সুখীদের আবাস বানিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের এই শহরে ১.৫ মিলিয়ন মানুষ সুখ-স্বাচ্ছ্যন্দময় জীবনযাপন করেন।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সুখী ১০টি শহর

৪. ম্যাডিসন : উইসকনসিনের এই শহরের অধিবাসীরা সারা বছর লেকের পানিতে স্কি খেলেন আর রোমাঞ্চকর অভিযানে সময় কাটান। অদ্ভুত আনন্দে দিনযাপন করেন।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সুখী ১০টি শহর

৫. মন্টেরি : ম্যাক্সিকোর এই শহরটি প্রতিষ্ঠিত হয় ১৫৭৯ সালে। শিল্পায়নের বিস্ফোরণ এবং সামাজিক জীবনের ব্যাপক পরিবর্তন নিয়ে এখানকার মানুষরা শক্তিশালী সমাজ গঠন করে নিয়েছেন।
৬. কুয়ালা লামপুর : মালয়েশিয়ার রাজধানী দারুণ সুন্দর এক শহর যেখানে সুখী মানুষদের ভীড়। সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝে ক্রমাগত জীবনমানের উন্নতি এবং পেট্রোনাস টুইন টাওয়ার একে বিশ্বের অন্যতম সুখী ও সুন্দর শহরে পরিণত করেছে।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সুখী ১০টি শহর

৭. গোল্ড কোস্ট : মাইলের পর মাইলজুড়ে সৈকতের পাশে রিসোর্ট অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের এই উপকূলীয় শহরকে স্বর্গরাজ্যে পরিণত করেছে। মানুষ সৌন্দর্য আর সুখ উপভোগে এখানে আসেন।
৮. দুবাই : আরব আমিরাতের এই শহরটি যেমন ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র, তেমনি এখানকার সব পাঁচ তারকা ও সাত তারকা হোটেলের অবস্থান বুঝিয়ে দেয়, জীবনমানের সর্বোচ্চটুকু উপভোগের জন্যে এখানে আসতে মুখিয় থাকেন সবাই।
৯. সান জোস : রৌদ্রজ্জ্বল ক্যালিফোর্নিয়ার এই শহরটি ফুল আর ফলে পরিপূর্ণ। অর্গানিক ফলের নানা খাবারের জন্যে সান জোস বিশ্বের অন্যতম সুন্দর শহরের তালিকায় স্থান করে নিয়েছে।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সুখী ১০টি শহর

১০. আরহাস : ডেনমার্কের উপকূল আরহাস স্ক্যান্ডিনেভিয়ার অন্যতম পুরনো একটি শহর। প্রাকৃতিক হার্বার আর নাগরিক সুবিধা মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা ও সুখী শহর এটি। সূত্র : জিওগ্রাফি
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে