শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:২৫:৩৫

পৃথিবীর সবচেয়ে সুন্দর রেলপথ, ঘুরে আসতে পারেন আপনিও

পৃথিবীর সবচেয়ে সুন্দর রেলপথ, ঘুরে আসতে পারেন আপনিও

এক্সক্লুসিভ ডেস্ক : এক স্বর্গ রাজ্য। এ যেন কোন এক শিল্পীর নিপুণ হাতে স্বপ্নের ক্যানভাসে আঁকা ছবি! পাহাড়, জঙ্গল, পানি কি নেই এখানে? এই ক্যানভাস মধ্যমনি ঝিক ঝিক করে চলছে রেলগাড়ি। আর যাত্রীরা জানালা দিয়ে দেখছেন প্রকৃতির এই অপরূপ দৃশ্য। এটিই বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রেলগাড়ি। এটি সুইজারল্যান্ডের জার্মাট থেকে মরিজ পর্যন্ত বিস্তৃত।

২৯০ কিলোমিটারের এই যাত্রা পথে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গল, বরফে আবৃত পাহাড়, ২৯১টি ব্রিজ এবং ৯১টি গুহা। এছাড়া এই রেলপথ থেকে মাত্র দু’কিলোমিটার দূরে রয়েছে সমুদ্রতট। এককথায় পাহাড়, জঙ্গল আর সমুদ্র এই তিনেরই স্বাদ মিলবে এই ভ্রমণে। তাইতো চোখের পলকে কখন যে সময় পার হয়ে যায় বোঝা দায়। তবে গন্তব্য নয়, যাত্রীদের আকর্ষণ যাত্রাপথ।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে