এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের মস্তিষ্কের দুটি অংশ রয়েছে। মস্তিষ্কের ভাগ মূলত দুইটি ডান পাশ, বাম পাশ। দুই পাশের কাজও কিন্তু ভিন্ন।তাহলে জেনে নেই মস্তিষ্কের কোন ভাগ কি কাজ করে। তালিকা মিলিয়ে আপনিই বলতে পারবেন মস্তিষ্কের কোন অংশ দ্বারা আপনি নিয়ন্ত্রিত।
বাম মস্তিষ্ক – ডান মস্তিষ্ক তত্ত্বঃ
মানুষের মস্তিষ্কের ভিন্ন ভাগ ভিন্ন ভিন্ন কাজের চিন্তা নিয়ন্ত্রণ করে। মজার ব্যাপার হল মানুষ অন্যের চিন্তা নিয়ে চিন্তা করতে বেশি পছন্দ করে।
বলা হয়, “বাম মস্তিষ্ক সক্রিয়” মানুষ অপেক্ষাকৃত বেশি লজিক্যাল বিশ্লেষণাত্মক, এবং অবজেক্টিভ হয়ে থাকে। আর “ ডান মস্তিষ্ক সক্রিয়” মানুষ অপেক্ষাকৃত বেশি ধারণাসম্পন্ন, চিন্তাশীল এবং সাব্জেক্টিভ হয়ে থাকে।
মনোবিজ্ঞানের ভাষায়, এই মস্তিষ্ক তত্ত্ব মানুষের মস্তিষ্ক ফাংশনের lateralization এর উপর নির্ভর করে। তাহলে কি মস্তিষ্কের নির্দিষ্ট ভাগ কেবল মাত্র নির্দিষ্ট কাজ নিয়ে চিন্তা করে? তবে কি মানুষ হয় “ডান মস্তিষ্ক সক্রিয়” নাহয় “বাম মস্তিষ্ক সক্রিয়” হয়ে থাকে?
বিজ্ঞান যা বলেঃ
মস্তিষ্ক-ডান মস্তিষ্ক তত্ত্ব বিজ্ঞানী Roger W. Sperry এর কাজ সম্ভূত যিনি ১৯৮১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মৃগীরোগের প্রভাব নিয়ে গবেষণা করার সময় আবিষ্কার করেন যে মস্তিষ্কের corpus callosum (মস্তিষ্কের দুই গোলার্ধের জয়েন্ট)কেটে যেতে পারে। মৃগী রোগীদের ক্ষেত্রে এই জয়েন্টই কেটে যায়।
সম্প্রতি গবেষণায় দেখা গেছে, যে কোন বিষয় যেমন গনিতের সক্ষমতা তখনই বেশি হয় যখন একজন মানুষের মস্তিষ্কের উভয়পক্ষ সমানভাবে কাজ করে।
স্নায়ুবিজ্ঞানীরা এখন জানেন যে, যে কোন কাজে মস্তিষ্কের দুই পাশ ই সমান ভাবে অংশ নেয়।
গবেষণার নেতৃত্বে থাকা লেখক Dr. Jeff Anderson বলেন, “এটা অবশ্যই সত্য যে মানুষের মস্তিষ্কের ভিন্ন অংশ কিছু নির্দিষ্ট ভিন্ন কাজ করে। যেমন বাম মস্তিষ্ক ভাষা সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে আবার মনোযোগ সংক্রান্ত কাজ ডান মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। কিন্তু মানুষের মানুষের মস্তিষ্কের কোন এক ভাগ বেশি শক্তিশালী এই ধারণা ভুল”
মস্তিষ্কের ডান ভাগ যেসব কাজ করেঃ
বাম মস্তিষ্ক-ডান মস্তিষ্ক তত্ত্বের অধিপত্য বিস্তার অনুযায়ী বলা হয় মস্তিষ্কের ডান পাশ মূলত ভাবপূর্ণ এবং সৃজনশীল কর্ম নিয়ন্ত্রণ করে থাকে।
তবে, আসলে মস্তিষ্কের ডান ভাগ যে কাজ গুলো নিয়ন্ত্রণ করে তা হলঃ
• আকৃতির গঠন মনে রাখা
• আবেগ প্রকাশ করা
• মিউজিক
• অন্যের আবেগ নিয়ে ভাবা
• রঙ
• ছবি
• অনুভূতি
• সৃজনশীলতা
মস্তিষ্কের বাম ভাগ যেসব কাজ করেঃ
মস্তিষ্কের বাম পাশ কে মূলত যুক্তি , ভাষা , এবং বিশ্লেষণাত্মক চিন্তা জড়িত যে কাজগুলো তাতে পারদর্শী বলে মনে করা হয়।
তবে, আসলে মস্তিষ্কের বাম ভাগ যে কাজ গুলো নিয়ন্ত্রণ করে তা হলঃ
• ভাষা
• যুক্তিবিদ্যা
• জটিল চিন্তা
• নাম্বার
• যুক্তি
ডান মস্তিষ্ক সক্রিয় বা বাম মস্তিষ্ক সক্রিয় বলে আসলে কোন কথা নেই। তবে উপরের কাজের তালিকা মিলিয়ে আপনি ধারণা করে নিতে পারেন আপনি কোন মস্তিষ্ক সক্রিয় মানুষ। অর্থাৎ, আপনার মস্তিষ্কের কোন ভাগ বেশি কাজ করে তা জেনে নিন আরকি!
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে