এক্সক্লুসিভ ডেস্ক: লেখাপড়ার কি আর বয়স আছে? যেকোন বয়সেই লেখাপড়া করা যায়। তারই যেন জীবন্ত উদাহরণ হয়ে ৯১ বছর বয়সে জেএসসি পাশ করেছেন এক বৃদ্ধ। জীবনের শেষ বয়সে এসে লেখাপড়া করে জেএসসি পাশ করে রীতিমতো কিশোর-কিশোরীদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিকোলো তোরেলো নামের এক ইতালিয়ান বৃদ্ধ। ওই বৃদ্ধ মূলত এই বয়সে এসে দেশটির মিডল স্কুল পরীক্ষায় পাস করেছেন। খবর বিবিসি।
খবরে বলা হয়, নিকোলা তোরেলো নামের ওই ব্যক্তি পরীক্ষায় ভাল করতে প্রতিদিন বিকালে দেশটির আবরুজো অঞ্চলের চিইতি এলাকার স্কুলে যেতেন। মূলত এই পরিশ্রমের কারণেই তিনি পরীক্ষায় গণিত ও ইংরেজি স্পিকিং পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছেন। পরীক্ষায় তিনি ইতালির জনপ্রিয় লেখক আলেহান্দ্রো ম্যাজনির ওপর একটি রচনা লিখে তাতেও পূর্ণ নম্বর পেয়েছেন।
৯১ বছরের এই বৃদ্ধ তার প্রায় সারাজীবন দর্জি হিসেবেই কাজ করেছেন। তবে স্কুলের রচনায় তার অভিজ্ঞতার আরও দিক বের হয়ে আসে। এ রকম এক রচনায় তার মাত্র ১৯ বছর বয়সের গ্রিসের বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাসদস্য হিসেবে কাজ করেছিলেন।
বৃদ্ধ বয়সে মিডল স্কুল পাসের এ আনন্দকে তিনি বর্ণিলভাবেই উদযাপন করেছেন। এতে তার চার ছেলেমেয়ে, ছয় নাতি-নাতনি ছাড়াও স্কুলের শিক্ষকরা অংশ নেন। এমনকি স্থানীয় শহরের মেয়র পর্যন্ত তাকে অভিনন্দন জানিয়েছেন।
আসছে অক্টোবরে ৯২ বছরে পা রাখতে যাওয়া এই বৃদ্ধের চোখ এখন সেকেন্ডারি স্কুলের দিকে। এখন তিনি প্রযুক্তির নানা বিষয়ের সঙ্গে পরিচিত হতে চান।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি