শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০১:৫৫:২৭

৬০ কোটি টাকার আংটিতে বাগদান, বিশ্বে তোলপাড়

৬০ কোটি টাকার আংটিতে বাগদান, বিশ্বে তোলপাড়

এক্সক্লুসিভ ডেস্ক : আংটিতে বাগদানের রীতি কমবেশি সব সমাজেই প্রচলিত আছে।বর পক্ষ তাদের সাধ্য অনুসারে কনের হাতে পরিয়ে দেন আংটি। এর মাধ্যমেই বর-কনের জীবনের নতুন সূচনা শুরু হয়। এই আংটির মূল্যেও বিবেচনা নেয়া বরপক্ষের আভিজাত্য। আর সেই আংটি যদি হয় ৬০ কোটি টাকা মূল্যের তবে কথা নেই। এমন একটি ঘটনা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

আট মাস চুটিয়ে প্রেম করার পর ধনকুবের প্রেমিক জেমস প্যাকারকে এবার জীবনসঙ্গী করতে যাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী মারায়া কেরি।

অস্ট্রেলিয়ান ধনকুবের জেমস প্যাকার ২১ জানুয়ারি নিউইয়র্কের পারিবারিক এক নৈশভোজে মারায়াকে নিয়ে বাকি জীবন কাটানোর প্রস্তাব দেন। আর মারায়া এক কথায় সম্মতি প্রকাশ করেন।

নৈশভোজে মারায়াকে ৩৮ ক্যারেটের একটি হীরার আংটি দিয়ে জেমস তার মনের কথা জানান। আংটিটির দাম ৭৫ লাখ ডলার বা প্রায় ৬০ কোটি টাকা।

তারা দুজনই জানান, ঠিক কবে তারা আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধবেন, তা এখনই বলা না গেলেও বিয়ের বিষয়ে তারা বেশ ইতিবাচক।

গত বছর পরিচয়ের সূত্রে পরিণয়ের দিকে এগিয়ে যান এ যুগল। অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা একে অন্যের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন। তবে এর আগে তারা দুজনই দুবার বিয়ে করেছেন।
সূত্র: ডেইলি মেইল, হলিউড লাইফ
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে