শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০২:১১:২২

নতুন আবিষ্কার, পানিতে চার্জ হবে ফোন

নতুন আবিষ্কার, পানিতে চার্জ হবে ফোন

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনের চার্জিং সমস্যা নিয়ে ভাবছেন? আর ভাবতে হবে না বিজ্ঞান নিয়ে এসেছে নতুন এক  সমাধান। যাতে আপনিও চমকে উঠবেন। বিস্বয়কর সেই প্রযুক্ত হল পানিতে চার্জ হবে স্মার্টফোন। আর এর জন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে। যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত।

এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে একধরণের লবনাক্ত পানি। যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া যাবে এটি দিয়ে।

নয়া এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড 1800 মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে আইফোন 6 এসের মত ফোন সহজে চার্জ দেওয়া যায়। এছাড়াও এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক ডিভাইসও এটি দিয়ে চার্জ দেওয়া যাবে।

যদিও এখনও পর্যন্ত এই পাওয়ার কার্ডটি এখনও বাজারে আসেনি। তবে সংস্থার তরফ থেকে আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে এটি বাজারে পাওয়া যাবে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে