ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চদশ সংশোধনী রায়ের ভিত্তিতে রাজনীতিতে দেশে গভীর সংকট সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা সংগঠন। কিন্তু আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে কবরে পাঠিয়েছে।
শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তারা।
তিনি বলেন, সংসদে আমরা কথা বলতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সংসদে সত্যিকারের সরকার ও শক্তিশালী বিরোধী দল দেখতে চাই।
এরপর মির্জা ফখরুল বেলা ১২টায় ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন। সৈয়দপুর থেকে তিনি বিমানে করে ঢাকায় আসেন বলে জানা গেছে।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম