মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৮:৪১

১০০ রানী, ৫০০ রাজপুত্র নিয়ে রাজার সংসার!

১০০ রানী, ৫০০ রাজপুত্র নিয়ে রাজার সংসার!

এক্সক্লুসিভ ডেস্ক : স্ত্রী ১০০।  সঙ্গে ৫০০ সন্তান৷ তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির।  তবে এতগুলো বিয়ে তার করতে হয়নি।  পেয়েছেন উত্তরাধিকারসূত্রে! সিংহাসনে বসার পরই তার সংসারের আকার বেড়ে হয়েছে বিশাল।  স্থানীয় রীতি মেনে ১০০জন স্ত্রীর স্বামী হয়েছেন তিনি।

ক্যামেরুনের এই প্রদেশে কোনো রাজার মৃত্যু হলে তার স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই।  সেই রীতি মানতে ক্যামেরুনের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।  যখন তার অভিষেক হয়েছিল তখন তার মাত্র দু’টি স্ত্রী ছিল।  রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত।  তারা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর আসন গ্রহণ করেন আবুম্বি।  উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি।  স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন রাজা আবুম্বি।

রাজা আবুম্বির এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে