এক্সক্লুুসিভ: ইউরোপের দেশগুলোতে এমনিতেই জনসংখ্যা কম। তাই জনসংখ্যার ঘাটতি দূর করে দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে পর্তুগাল সরকার। দেশটির সরকার ঘোষণা করেছে এখন থেকে সন্তান জন্ম দিলেই ওই মা-বাবাকে দেয়া গবে ৫ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লক্ষ।
পর্তুগালে জনসংখ্যা বৃদ্ধির হার ইউরোপ ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ফলে পর্তুগাল সরকারকে বিষয়টি দুশ্চিন্তায় চিন্তায় ফেলে দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য পর্তুগালের শহর আলকুটির কর্তৃপক্ষ একটি নতুন পরিকল্পনা নিয়েছে।
পরিকল্পনায় সন্তান জন্ম দিলেই ৫ হাজার ইউরো, বাংলাদেশি ৪ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দেশটির বিশেষজ্ঞরা বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকলে ২০৬০ সালে দেশটির জনসংখ্যা ১০ মিলিয়ন থেকে কমে ৮ মিলিয়নে চলে আসতে পারে।
সূত্র: জিও নিউজ
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে