মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:৩১

আজব মুরগি, মাথা ছাড়াই বেঁচে ছিল ১৮ মাস!

আজব মুরগি, মাথা ছাড়াই বেঁচে ছিল ১৮ মাস!

এক্সক্লুসিভ ডেস্ক: মুরগিকে জবাই করার প্রায় সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু কেউ কি কল্পনা করতে পারেন মাথা ছাড়াই একটি মুরগী ১৮ মাস বেঁচে ছিল? অনেক বছর আগে এমনই এক মুরগীর সন্ধান পাওয়া গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগানে। ‘মােইক’ নামের মার্কিন ওই মুরগী মাথা ছাড়াই বেঁচে ছিল ১৮ মাস। মুরগীটির মালিকের নাম লয়েড ওলসেন। আর এই ঘটনা ঘটে ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর।

ওই দিন ডিনারে খাবেন বলেই লয়েড তার পোষ্য মাইকের মুন্ডু শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন। কিন্তু, খেয়াল করেন মাইক মরেনি। দ্রুত রক্ত জমাট বেঁধে, তার রক্তক্ষরণের পথ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, মস্তিষ্ক বিচ্ছিন্ন হলেও তার শরীরের নার্ভাস সিস্টেমেও এর কোনও প্রভাব পড়েনি। দু-এক ঘণ্টা বা দু-একদিন নয়, এ ভাবেই সেই মুরগি বেঁচে ছিল আঠারোটা মাস।

পরবর্তীতে যার ব্যাখ্যা খুঁজের পাননি লয়েড। নিজের সেই কৌতূহল মেটাতেই মাইককে তিনি নিয়ে যান সল্ট লেকের উটাহ ইউনিভার্সিটিতে, গবেষণার জন্য। তবে তেমন কোনো ব্যাখ্যা পাননি।

সেই সময় সমস্ত নামী দৈনিক ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়। শুধু ছবি প্রকাশই নয়, মাইক যত দিন বেঁচেছিল, তার মালিক প্রতিমাসে পেয়েছন ৪,৫০০ মার্কিন ডলার।
তাইতো মুণ্ডুহীন মাইকের স্মরণে মিশিগানে আজো মধ্য মে’তে পালন হয় ‘মাইক, দ্য হেডলেস চিকেন’ ডে।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে