এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান সময়কে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে আধুনিক যুগ বলে দাবি করা হয়। সেই সাথে পৃথিবীব্যাপী চলছে সব কিছুতেই বিজ্ঞানের ছুঁয়া। আর এই বিজ্ঞানের অগ্রগতিরই সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার-মোবাইল ফোন।
কিন্তু আজ থেকে আটশো বছর আগেও পৃথিবীতে মোবাইল ফোন ছিল এবং মানুষ মোবাইল ফোনে কথা বলেছে যদি কেউ এমন দাবি করেন, তবে নিশ্চিতভাবেই বলা যায়, এটা সবার কাছে অবিশ্বাস্য বলেই প্রতীয়মান হবে। আর কেউ দাবি করলে তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়ে আপনার মনে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু, আমরা যা-ই মনে করি না কেন, আর্কিওলজিস্টদের দাবি তেমনটাই।
খননকার্য চালাতে গিয়ে সম্প্রতি অস্ট্রিয়া থেকে এমনই একটি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন আর্কিওলজিস্টরা, যার বয়স ৮০০-র কম তো নয়ই।
একটি ইউটিউব চ্যানেলে সদ্য আবিষ্কৃত প্রাচীন সেই ফোনের ফসিলের ভিডিয়ো আপলোড করে লেখা হয়েছে, 'এটা কী? উন্নত সভ্যতার নিদর্শন?' এই আবিষ্কারের দৌলতে সায়েন্স ফিকশনের 'টাইম ট্রাভেল'ও রিয়েল বলেই মনে করা হচ্ছে। ফোনের গায়ে রয়েছে সুমেরীয় লিখন শৈলী, যা কীলকাকার বর্ণমালা নামে পরিচিত।
ফোনের গায়ের সুমেরীয় লেখা আর্কিওলজিস্টদের কৌতূহল বাড়িয়েছে। কারণ, অনেক বছর আগেই কীলকাকার এই বর্ণমালা অবলুপ্ত হয়ে যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল।
যদিও অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকেরই। বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তাঁরা অনেকও মিলও খুঁজে পেয়েছেন। তবে, এই মোবাইল ফোনই, নাকি অন্য কোনও ডিভাইস, তা নিয়ে অবশ্য ধন্দ কাটেনি গবেষকদের।
কিছু ইউএফও হান্টার আবার এই আবিষ্কারে উত্সাহিত হয়ে উঠেছেন। তাঁরা আবার মনে করছেন, প্রাচীন সভ্যতার সঙ্গে অ্যালিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহীরা এই পৃথিবীতেও আসত। তারাই এই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে এসেছিল বলে দাবি।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ