রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৩:৩০

অবাক কাণ্ড, একসঙ্গে আকাশে দেখা যাবে ৫ গ্রহ!

অবাক কাণ্ড, একসঙ্গে আকাশে দেখা যাবে ৫ গ্রহ!

এক্সক্লুসিভ ডেস্ক : ব্যস্ত জীবনে আকাশের দিকে নিশ্চিন্তে দু'দণ্ড তাকানোর সময় নেই বহু মানুষেরই। তবে হলফ করে বলা যায়, এই বিরল মহাজাগতিক দৃশ্য না দেখলে পস্তাবেন। রাতের আকাশে এই দৃশ্য শেষবার দেখা গিয়েছিল ১১ বছর আগে। ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে আকাশে দেখা যাবে একসঙ্গে ৫টি গ্রহকে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কোন কোন গ্রহ দেখা যাবে? রাতের আকাশে সাধারণত একসঙ্গে ৫টি গ্রহ দেখা যায় না। দু'টি বা কখনও একটি। তবে আগামী ৩ সপ্তাহ বা তার বেশি সময় ধরে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে আকাশে চোখ রাখলে একসঙ্গে দেখা যাবে, মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র ও বুধকে। সকাল ৬টা পর্য়ন্ত দেখা যেতে পারে এই দৃশ্য। দিল্লির নেহরু প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর এন রত্নশ্রীর কথায়, 'এই মুহূর্তে এই পাঁচ গ্রহ সূর্যের এক দিকে পরপর অবস্থান করছে। তাই আগামী কয়েক দিন পাঁচ গ্রহকে একসঙ্গে দেখা যাবে শেষরাতের আকাশে।'

বিজ্ঞানীরা জানাচ্ছেন, আকাশে পাঁচ গ্রহের অবস্থান থাকবে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভালো ভাবে দেখা যাবে, ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে। কারণ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ এখন পৃথিবীর অনেকটা কাছে অবস্থান করছে। ফলে ভারতের আকাশ থেকে এই মহাজাগতিক দৃশ্য ভালো ভাবে দেখা যাবে।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে