এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীটা যতটা না বৈচিত্রময় এর চেয়েও বেশি বৈচিত্র্যময় মানুষ। একটা নয়, দশটা নয় এক হাজার ১০০টা বিড়ালে সঙ্গে নিত্য বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী।
১৯৯২ সালে লিনিয়া লাতানজিয়োর বাবা বলেছিল, একটা বিড়াল ঘরে নিয়ে আসতে। খুশিতে ডগমগ হয়ে লিনিয়া নিয়ে এসেছিল ১৫টা বিড়ালের বাচ্চা। সেই থেকেই শুরু।
এখন লিয়েনার বয়স ৬৭। তার সঙ্গে থাকে এক হাজার ১০০টা বিড়াল। তাদের মধ্যে ৮০০টা বড় বিড়াল, আর ৩০০টা ছোট। এই বিড়ালগুলো রাস্তায় রাস্তায় ঘুরত। কেউ অসুস্থ, কেউ ক্ষিধার জ্বালায় ভুগত। একেবারে অনাথ আশ্রমের মতো বাড়িতে বিড়াল পুষতে থাকেন লিনিয়া। সবাই এখন তাকে ‘ক্যাট লেডি’ বলে ডাকে।
ক্যালিফোর্নিয়ায় ৬ একর জমির ওপর বিড়ালদের সঙ্গে সংসারে মেতেছেন লিনিয়া। আজ পর্যন্ত প্রায় ২৮ হাজার বিড়ালের সঙ্গে তিনি ঘর করেছেন।
লিনিয়া জানায়, তার বেডরুমে এখন নিজেরই শোয়ার জায়গা নেই। কারণ ৬০টা বিড়াল ওর খাটটাই বেশি পছন্দ করে। খাওয়া, চিকিৎসা, কর্মীদের বেতন দিতে বছরে খরচ হয় ১৬ লাখ মার্কিন ডলার। চাইলে তার কাছ থেকে বিড়াল দত্তক নিতে পারে সাধারণ মানুষ। তবে তার জন্য শপথ নিতে হয় কোনো অবস্থাতেই যেন বিড়ালের অযত্ন না হয়।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ