এক্সক্লুসিভ ডেস্ক : জিন্স প্যান্ট পরতে অনেকেই কমবেশি ভালোবাসেন। ছেলেদের পাশাপাশি এখন মেয়েদেরও এই প্যান্ট পরতে দেখা যায়। কিন্তু ছেলেদেরই হোক কিংবা মেয়েদেরই এই প্যান্টে দেখতে পাওয়া যায় ছোট ছোট পকেট। ছোট পকেট প্যান্টে থাকার কারণ কি? কখনো কি প্যান্টে ছোট পকেট থাকার কারণ খুঁজেছেন? তাহলে এবার জেনে নেয়া যাক কেন জিন্স প্যান্টে ছোট পকেট রাখা হয়?
হয়তো কিছু লোক এই জিন্স প্যান্টের পকেটে খুচরো পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। কিন্তু বেশির ভাগ মানুষই এই পকেট ব্যবহারই করেন না। কারণ পকেটটি এতই ছোট যে, কোনো কিছু রাখা সম্ভব নয়।
তাহলে এ ছোট পকেট থাকার রহস্যটাই বা কি? এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন। আঠারশ’ শতকের দিকে কাউবয়রা চেন লাগানো ঘড়ি ব্যবহার করতেন। আর এই ঘড়ি রাখতেন তাদের ওয়েস্টকোটের পকেটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়িটি ভেঙে যাওয়ার ভয় থাকতো। ঘড়িটিকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্স প্যান্টে ছোট পকেটের আবির্ভাব হয়। এখন অবশ্য সেই ঘড়ির চল নেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনো প্যান্টে ছোট পকেটটি রাখা হয়।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই