রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:৫৩

‘‌‌যুবকদের জন্য ডিজিটাল নীতিমালা প্রণয়ন করা হবে'

‘‌‌যুবকদের জন্য ডিজিটাল নীতিমালা প্রণয়ন করা হবে'

ঢাকা: খুব শিগগিরই যুবকদের জন্য ডিজিটাল নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বেকারত্ব দূর করতে ইন্টারমিডিয়েটের পর সব অনার্স করে দেয়া উচিত। তাই পাস কোর্সের ব্যবস্থা রাখা ঠিক না বলে মনে করেন তিনি।

কারণ হিসেবে ড. বীরেন শিকদার বলেন, ‘এমএ পাশ করার পরেও চাকরি পাওয়া যাচ্ছে না। সে জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। আমরা যে অপরিকল্পিতভাবে কাজ করি সে জন্যই এগিয়ে যাওয়া যাচ্ছে না।’

যুব সমাজকে সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে একটি সৌভাগ্যবান জাতি। আমাদের মোট জনসংখ্যার তিনের এক অংশই যুবক। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

রোববার দুপুরে রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওয়েব ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ কথা জানান।

এই সেমিনারে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়ন রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি রাকিব আহসান।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে