এক্সক্লুসিভ ডেস্ক : আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করতে খুবই পছন্দ করি। মনে হয় যেন এই ফোনটি ছাড়া একদিনও আমদের চলেনা। কিন্তু কোন কিছুই বেশি ভালো নয় এ কথা আমরা সবাই জানি। আসলে আমাদের ব্যবাহার করা ফোনটির নামের সঙ্গে স্মার্ট শব্দটা জুড়ে আছে ঠিকই! কিন্তু মুশকিল হল, দিব্যি স্মার্ট ভাবেই এই ফোন আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে একটা নতুন অসুখ। তবে এ কথা শোনে অনেকেই বলতে পারে কোনো অসুখই স্মার্ট ফোনের বিষয় নয়!
মূলত এই ফোন আমাদের মধ্যে যে অসুখটা ছড়িয়ে দিচ্ছে, তাকে বলা হচ্ছে 'স্মার্টফোন পিঙ্কি'! পিঙ্কি মানে, কড়ে আঙুল। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কোন সমস্যায় ফেলছে আমাদের কড়ে আঙুলকে? বিষয়টি শুনতে অবাক লাগলেও, লাগাতার স্মার্টফোনের ব্যবহার বেঁকিয়ে দিচ্ছে আমাদের কড়ে আঙুল।
আসলে, যত বেশি এক হাতে ফোনটাকে ধরে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে, ততই চাপ পড়ছে কড়ে আঙুল আর তার পাশের আঙুলের মাঝে। ফলে, সেই চাপে কড়ে আঙুল বেঁকে যাচ্ছে।
সমীক্ষা বলছে, যারা দিনে প্রায় ৬ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করেন, তাদেরই এই অসুখ বেশি হচ্ছে! বলাই বাহুল্য, যত বেশি ব্যবহার বাড়বে, আঙুলও তত বেঁকে যাবে!
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই