রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১১:৪৭:০৫

সুন্দরীরা প্রিয়জনের মুখে কোন ৫টি কথা শুনতে চায়?

সুন্দরীরা প্রিয়জনের মুখে কোন ৫টি কথা শুনতে চায়?

এক্সক্লুসিভ ডেস্ক : চুটিয়ে প্রেম করলেও একে অপরের মনের কথা খুব কমই জানা থাকে, যতক্ষণ না তারা প্রকাশ করে।  প্রেমের সম্পর্ক গভীর করে তুলতে চাইলে একে অপরের খেয়াল খুশির ওপর অনেকটা লক্ষ্য রাখতে হয়।  আসলে যারা বুদ্ধিমান তারাই এ কাজটি করে থাকেন।  একে অপরের পছন্দের প্রতি নজর রাখে।

একে অপরের সঙ্গে ভালো করে মানিয়ে চলার চেস্টা করে।  এসবই ভালোবাসাকে গভীর থেকে গভীর করে তোলে।  আরো একটি জিনিস রয়েছে যা অনেক বেশি মধুর করে তোলে।  

তা হলো মিষ্টি কথাবার্তা।  মুখের সামান্য মিষ্টি কথায় অনেকেরই মন ভালো হয়ে যায়।  বিশেষ করে ছেলেদের মিষ্টি কথায় মজে যায় মেয়েো।  মেয়েরা এই জিনিসটি অনেক বেশি পছন্দ করে।

মেয়েরা চান তার প্রেমিক বা স্বামী তার প্রশংসা করুক৷ তার সঙ্গে বসে কিছু সময় আলাপচারিতায় থাকুক।  কিছু মিষ্টি কথাতেই অনেক অনেক খুশি হয়ে যায় নারী।  

এসবের বাইরেও কিছু কিছু কথা রয়েছে যা নারীরা ভালোবাসার পুরুষটির কাছ থেকে শুনতে খুব পছন্দ করে।  তাদের কাছে এসব কথার মূল্য অনেক বেশি।  পুরুষের মুখের মিষ্টি কথাগুলোর মাধ্যমে নিজের গুরুত্বটা বুঝে নেন তারা।  তবে জেনে নিন, ভালোবাসার মানুষটির কাছ থেকে কোন কোন কথা শুনতে ভালোবাসেন মেয়েরা।

তোমাকে না অনেক সুন্দর দেখাচ্ছে

এমন প্রশংসা সব মেয়েরাই শুনতে বেশ পছন্দ করে।  মেয়েরা এত কষ্ট করে সাজগোজ এবং দারুণসব পোশাক পরে, শুধুমাত্র তার পছন্দের মানুষটির কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার আশায়।  এটা বাদে তাদের এতোসব কষ্ট করার কোনো কারণ নেই।  

তুমি আমার জীবনের প্রথম নারী

যদিও এ কথাটি অনেকেই মিথ্যা বলে থাকেন৷ মেয়েদের অনেকেই জানেন না যে, পুরুষটি মিথ্যা বলছে।  এরপরও এই কথাটি শুনতে বেশির ভাগ মেয়েই পছন্দ করে।  অনেক মেয়েই এই কথাটি সত্য মিথ্যার ঊর্ধ্বে রেখে নিজেকে পছন্দের মানুষটির কাছে সবার থেকে আলাদা ভাবতে থাকে।

তুমি অনেক ভালো মা হতে পারবে

প্রতিটি মেয়ের মনের মাঝে লুকানো থাকে সুখী পরিবারের একটি চিত্র।  যখন একটি ছেলে এমন কথা বলে, তখন মেয়েরা নিজেকে অনেক বেশি আলাদা ধরনের গুণসম্পন্ন ভাবে।  ছেলেদের এ কথায় মেয়েরা ভাবে, তাদের গুণ সম্পর্কে তার প্রিয় মানুষটি বেশ ভালো করেই অবগত।  এতে করে মেয়েরা বোঝে, তার পছন্দের মানুষটি বেশ ভালোই বোঝে।  

নিজের মতামত নিয়ে আশাবাদী

অনেক মেয়েই চায় তার প্রিয় মানুষটি তার মতামতের গুরুত্ব দিক।  হয়তো মেয়েটি ভালোবাসার মানুষটির মতামতকেই প্রাধান্য দেবে, কিন্তু মেয়েটি যখন তার মতামত জানতে চাইবেনতখন সে মনে মনে অনেক খুশি হবে। অনেক মেয়ের কাছে বিষয়টি গুরুত্বের।

আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি

অনেক সময় ছেলেরা কিছু লুকোনোর জন্য এ কথাটি বলে থাকে।  কিন্তু কথাটির মূল্য মেয়েদের কাছে অনেক বেশি।  অনেকেই আছে যারা মনে করে আমি তাকে ভালোবাসি এবং সে আমাকে ভালোবাসে! এর মাঝে প্রকাশ করার মতো কিছু নেই।  কিন্তু মেয়েরা ভাবে ঠিক তার উল্টোটা।  মেয়েরা চায় তার প্রিয় মানুষটি তাকে কতটা ভালোবাসে তা নিজ মুখে প্রকাশ করুক।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে