সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১২:০৬:৩৯

আজব ঘটনা, কিশোরীর কানে ডেঁয়ো পিঁপড়ার রাজত্ব!

 আজব ঘটনা, কিশোরীর কানে ডেঁয়ো পিঁপড়ার রাজত্ব!

এক্সক্লুসিভ ডেস্ক : শিরোনাম দেখে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি।  এক কিশোরীর কানের ভেতর রাজত্ব করেছে ডেঁয়ো পিঁপড়া।  কিশোরীর কান পরীক্ষা করতে গিয়ে চমকে উঠেন চিকিত্‍সকরা।  ক্যামেরায় ধরা পড়ে, তার কানের ভেতর বাসা বেঁধেছে ডেঁয়ো পিঁপড়ার ঝাঁক।  প্রতিদিন ১০-১৫টি পিঁপড়া কানের গর্ত থেকে বেরিয়ে আসছিল।

৩২ বছরের পেশাদার চিকিত্‍সক জীবনে কখনো এমন দৃশ্য দেখেননি তিনি।  বছর বারোর কিশোরীর কানের ভেতর আহমেদাবাদের ইএনটি বিশেষজ্ঞ জওহর তালসানিয়ার ল্যাপারোস্কোপিক ক্যামেরার লেন্সে ফুটে উঠেছে অগুনতি ডেঁয়ো পিঁপড়ার দল।

মেয়েটির শরীরে ভেতর তারা নিশ্চিন্তে বিস্তার করেছে সাম্রাজ্য।  প্রতিদিন কান বেয়ে নেমে আসছিল বড় আকারের কালো পিঁপড়ার দল।  এসব দেখে স্তম্ভিত চিকিত্‍সকরা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

২০১৫ সালের অাগস্ট মাসে কানের ভেতরে অস্বস্তিবোধ করছে বলে বাবা-মাকে জানায় গুজরাটের বাঁশকাঁটা জেলার দিশা শহরের বাসিন্দা শ্রেয়া দর্জি (১২)।  ব্যথা নয়, তবে কানের ভেতরে চুলকানির অনুভূতি বোধ করে সে।

তার কান থেকে কয়েকটি বড় মাপের পিঁপড়া বেরিয়ে আসেতে দেখেন বাবা সঞ্জয় দর্জি।  পরে স্থানীয় ইএনটি হাসপাতালে নিয়ে গেলে শ্রেয়ার কানের ভেতর থেকে চিকিত্‍সকরা ৯-১০টি ডেঁয়ো পিঁপড়া বের করেন।

দুই সপ্তাহ পর ফের কানের ভেতর অস্বস্তির কথা জানায় ওই কিশোরী। মেয়েকে নিয়ে বাবা-মা আবার দিশা শহরের ইএনটি হাসপাতেল ছোটেন। সেখানে সমস্যার সুরাহা না মেলায় এরপর পাটান এবং রাজধানী আহমেদাবাদের হাসপাতালেরও দ্বারস্থ হয় ওই পরিবার।  কিন্তু শরীরের ভেতর পিঁপড়ার ঘাঁটি বাঁধার কারণ ব্যাখ্যা কেউ করতে পারেননি।

আহমেদাবাদের ইএনটি বিশেষজ্ঞ জওহর তালসানিয়া জানিয়েছেন, ৩২ বছরের চিকিত্‍সক জীবনে এমন অদ্ভুত কাণ্ড কখনো দেখিনি। চিকিত্‍সাবিজ্ঞানের ইতিহাসেও এমন ঘটনার উল্লেখ পাইনি।

পিঁপড়াগুলো নিশ্চয় মেয়েটির কানের ভেতরে কামড় দিচ্ছিল।  অথচ তাতে কোনো ব্যথা অনুভব করছিল না কিশোরী।  এমনকি তার শরীরের ভেতর কোনো ক্ষতিও হয়নি।

তালসানিয়া জানিয়েছেন, মেয়েটির কান থেকে ১০-১৫টি পিঁপড়া বের করেছি। শ্রেয়ার কানের ভেতর বাসা বাঁধা পিঁপড়ার মধ্যে রানী পিঁপড়া অনুপস্থিত।  তাই ডিম পাড়ার সম্ভাবনাও ছিল না।  

চিকিত্‍সক জানিয়েছেন, এরপরও মেয়েটির কানের ভেতর থেকে পিঁপড়া বের হলে রোগীকে ভিডিও নজরদারিতে রাখা হবে।  সেই পদ্ধতিতেই সমাধান মিলবে বলে তার আশা।

শ্রেয়ার বাবা সঞ্জয় দর্জি জানিয়েছেন, মেয়েকে সুস্থ করতে চিকিত্‍সা থেকে ঝাড়ফুঁক, সবকিছুই চেষ্টা করা হয়েছে।  তবে কো্নো ফল হয়নি।  তার দাবি, পরিবারে এমন আজব ঘটনা এর আগে ঘটেনি।

হতাশ সঞ্জয়ের জিজ্ঞাসা, এমন তো নয় যে, কোনো একদিন কান থেকে পিঁপড়া বের হয়েছে।  হঠাত্‍ কয়েকটি পিঁপড়া কানের ভেতরে ঢুকে পড়েছে। রোজ এ সমস্যা হলে কীভাবে রক্ষা পাব?
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে