এক্সক্লুসিভ ডেস্ক : এক অদ্ভুত কারবার, হেলিকপ্টার দিয়ে হাঙ্গর পাহারা দেয়া হচ্ছে। সাঁতার কাটার সময় দর্শনার্থীদের আক্রমণ করায় এমন অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ওক দ্বীপে।
সোমবার হাঙ্গরের আক্রমণে মারাত্মক আহত হয়েছেন দুই তরুণ দর্শনার্থী। সাগরের পানিতে সাঁতার কাটার সময় এক তরুণীর হাত ও পা কামড়ে দিয়েছে সামুদ্রিক হাঙ্গর। মারাত্মক আহত ওই তরুণীকে পরে বিমানযোগে হাসপাতালে পাঠানো হয়। এক খবর দিয়েছে এপি।
ওই তরুণীকে আক্রমণের এক ঘণ্টা পর আরেক তরুণ সাঁতার কাটার সময় হাঙ্গরের আক্রমণের শিকার হয়।
ওক দ্বীপের মেয়র বেট্টি ওয়ালেস গণমাধ্যমকে বলেন, গুরুতর তরুণীকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাঙ্গরের আক্রমণের শিকার ওই তরুণী সেই দ্বীপের নাগরিক নয়। সে ছুটিতে বেড়াতে এসেছে এ দ্বীপে।
পরপর দুইবার আক্রমণের পর ওই দ্বীপ কর্তৃপক্ষ সাগরের তীর থেকে দর্শনার্থীদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। সাগরের পানিতে দর্শনার্থীদের ওপর হাঙ্গরের আক্রমণ প্রতিরোধে হেলিকপ্টারের মাধ্যমে হাঙ্গর পাহারা দেয়া হচ্ছে।